• ১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৭শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

সরকারি সফরে চীন গেলেন সেনাবাহিনী প্রধান

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত আগস্ট ২১, ২০২৫, ১০:৪৪ পূর্বাহ্ণ
সরকারি সফরে চীন গেলেন সেনাবাহিনী প্রধান
সংবাদটি শেয়ার করুন....

সরকারি সফরে চীন গেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বৃহস্পতিবার (২১ আগস্ট) তিনি চীন সফরে গেছেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এ বিজ্ঞপ্তিটি বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সফরকালে তিনি চীনের সামরিক ও বেসামরিক শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং দুই দেশের সামরিক বাহিনীর দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে মতবিনিময় করবেন।

সফর শেষে সেনাবাহিনী প্রধান আগামী ২৭ আগস্ট দেশে ফিরবেন।