বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে তিন দিনব্যাপী ১২তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার আজ শুরু হচ্ছে। দুপুর ৩টায় রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত এ মেলার উদ্বোধন করবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা সেখ বশিরউদ্দীন। মেলা চলবে ২০ সেপ্টেম্বর পর্যন্ত।
আয়োজক সূত্রে জানা যায়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সহযোগিতা ও এনডোর্সমেন্টে এবং পর্যটন বিচিত্রার উদ্যোগে এবারের আয়োজন অনুষ্ঠিত হচ্ছে। এ মেলার টাইটেল স্পন্সর বিমান বাংলাদেশ এয়ারলাইনস। হসপিটালিটি পার্টনার ক্রাউন প্লাজা ঢাকা গুলশান, প্রাইম পার্টনার কান্ট্রি নেপাল, পার্টনার কান্ট্রি ফিলিপাইন ও মালদ্বীপ। এবারের মেলায় দুটি হলে ১৮০টি বুথ থাকবে। অংশ নেবে দেশি-বিদেশি হোটেল ও রিসোর্ট, এয়ারলাইনস ও ক্রুজ কোম্পানি, ট্যুর অপারেটর, ট্রাভেল এজেন্সি, থিম পার্ক, সরকারি পর্যটন সংস্থা এবং ঢাকাস্থ বিদেশি দূতাবাস। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দর্শনার্থীরা মেলা ঘুরে দেখতে পারবেন। প্রবেশমূল্য রাখা হয়েছে ৩০ টাকা, তবে অনলাইনে নিবন্ধন করলে প্রবেশ ফ্রি। প্রবেশ কুপনের ভিত্তিতে দর্শনার্থীরা অংশ নিতে পারবেন র্যাফেল ড্রতে, যেখানে থাকবে এয়ারলাইনস টিকিটসহ আকর্ষণীয় ভ্রমণ ভাউচার।
মেলায় থাকছে দেশি-বিদেশি ভ্রমণ প্যাকেজ অফার, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বিজনেস-টু-বিজনেস (বিটুবি) সেশন, ডেস্টিনেশন ও প্রোডাক্ট প্রেজেন্টেশন, প্যানেল আলোচনা, সেমিনার এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।