• ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

ব্যাংককের ব্যস্ত সড়কে আকস্মিক ১৬৪ ফুট গভীর ‘সিঙ্কহোল’

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ২৪, ২০২৫, ১৬:৫১ অপরাহ্ণ
ব্যাংককের ব্যস্ত সড়কে আকস্মিক ১৬৪ ফুট গভীর ‘সিঙ্কহোল’
সংবাদটি শেয়ার করুন....

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের ব্যস্ত সড়কে একটি বিশাল ‘সিঙ্কহোল’ বা ধস-গহ্বরের সৃষ্টি হয়েছে। স্থানীয় সময় বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে আকস্মিক এই নাটকীয় ও ভয়াবহ দৃশ্য দেখা যায়।

কর্তৃপক্ষ জানিয়েছে, শহরের কেন্দ্রে ভাজিরা হাসপাতালের সামনে এ ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত কাজ শুরু হয়েছে। যানবাহন চলাচলে ব্যাঘাত ঘটছে।

রয়টার্সের প্রতিবেদন অনুসারে, সিঙ্কহোলটি ৫০ মিটার গভীর (১৬৪ ফুট) এবং প্রায় ৯০০ বর্গমিটার বিস্তৃত।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ফুটেজে দেখা গেছে, ড্রেনেজ পাইপ থেকে পানি বের হচ্ছে এবং বিদ্যুতের খুঁটি টেনে নিয়ে রাস্তাটি ধীরে ধীরে ডুবে যাচ্ছে।

প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল সাংবাদিকদের বলেন, একটি ভূগর্ভস্থ ট্রেন নির্মাণের সময় ময়লা ঢলে পড়ছিল। ভাগ্যক্রমে কারও মৃত্যু বা কেউ আহত হয়নি।

ব্যাংককের গভর্নর চ্যাডচার্ট সিত্তিপুন্ট বলেছেন, হাসপাতালের কোনো সমস্যা নেই। তবে সেখানে অবস্থিত একটি পুলিশ স্টেশন নিয়ে আমরা চিন্তিত। সিঙ্কহোলটি এখনো বিপজ্জনক, জনসাধারণকে সরিয়ে নেওয়া হয়েছে।

দুপুর নাগাদ কর্তৃপক্ষ জানিয়েছে, তারা রাস্তায় চলাচল বন্ধ করে দিয়েছে। ঘটনাস্থল নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।