• ২৪শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশ জাস্টিস পার্টির নতুন মহাসচিব অনক আলী হোসেন শাহিদী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ২৪, ২০২৫, ২০:২০ অপরাহ্ণ
বাংলাদেশ জাস্টিস পার্টির নতুন মহাসচিব অনক আলী হোসেন শাহিদী
সংবাদটি শেয়ার করুন....

বাংলাদেশ জাস্টিস পার্টির নতুন মহাসচিব হিসেবে নিয়োগ পেয়েছেন বিশিষ্ট সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব অনক আলী হোসেন শাহিদী। এর আগে তিনি এই পাটির যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

বাংলাদেশ জাস্টিস পার্টির মহাসচিব মানসুর আলম সিকদার গত ১৯ আগষ্ট ব্যক্তিগত কারনে পার্টির মহাসচিব এর পদ হতে পদত্যাগ করলে-পদটি শূন্য হয়।

বাংলাদেশ জাস্টিস পার্টির কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান ডঃ সৈয়দ জাভেদ মোহাম্মদ সালেহ উদ্দিন- পার্টির গঠনতন্ত্রের ১৬ (খ), ৩৯ (জ) এবং ৬১ ধারার প্রদত্ত ক্ষতা বলে বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব অনক আলী হোসেন শাহিদীকে কেন্দ্রীয় কমিটির মহাসচিব পদে নিয়োগ করেছেন।

উল্লেখ্য যে, বাংলাদেশ জাস্টিস পার্টির চেয়ারম্যান ডঃ সৈয়দ জাভেদ মোহাম্মদ সালেহ উদ্দিন গত ২২ সেপ্টেম্বর এক ক্ষমতা অর্পণ পত্রে- বাংলাদেশ বাংলাদেশ জাস্টিস পার্টির নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করার জন্য- বাংলাদেশ নির্বাচন কমিশন কার্যালয়ে – যাবতীয় আইনগত কার্যক্রম পরিচালনা করতে পারবেন মর্মে- নতুন মহাসচিব অনক আলী হোসেন শাহিদীকে বিশেষ দায়িত্ব অর্পণ করেছেন।

নতুন মহাসচিব- বাংলাদেশ জাস্টিস পার্টির সকল রাজনৈতিক কার্যক্রমে নির্বাচন কমিশন, সরকার ও এ দেশের গণমানুষের নিকট সব রকম নিয়মতান্ত্রিক সহযোগিতা কামনা করেছেন।