• ১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

৬২ পুলিশ কর্মকর্তাকে পদোন্নতি ও বদলি

ঢাকা
প্রকাশিত সেপ্টেম্বর ১৫, ২০২৫, ১৫:০৩ অপরাহ্ণ
৬২ পুলিশ কর্মকর্তাকে পদোন্নতি ও বদলি
সংবাদটি শেয়ার করুন....

বাংলাদেশ পুলিশে আবারও বড় ধরনের রদবদল হয়েছে। বাহিনীর অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ৬২ জন কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে বদলি করা হয়েছে।

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

গতকাল রবিবার প্রকাশিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ পুলিশের ৬২ জন কর্মকর্তাকে নতুন করে পদোন্নতি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের জনস্বার্থে তাদের নামের পাশে উল্লিখিত স্থানে বদলি করা হলো, যা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে।

এছাড়া প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, বদলি হওয়া কর্মকর্তাদের আগামী ২১ সেপ্টেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার অর্পণ করে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। অন্যথায় ২২ সেপ্টেম্বর থেকে তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হিসেবে গণ্য হবেন।

পদোন্নতিপ্রাপ্তদের তালিকা দেখতে এখানে ক্লিক করুন।

“ ভোর/রিপন/আইটি ”