ভারতের বিপক্ষে হারের পরের দিনই আরেকটি গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ। যদিও আনুষ্ঠানিকভাবে নাম দেওয়া হয়নি, তবে এটি আসলে এক অলিখিত সেমিফাইনাল। কারণ, জয় মানেই ফাইনাল, হার মানেই বিদায়। এশিয়া কাপের সুপার ফোর থেকে আজ যে দল জিতবে তারা পাবে ফাইনালের টিকিট।
এমন সমীকরণ নিয়েই বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) মুখোমুখি হচ্ছে টাইগাররা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।
এই ম্যাচের জয়ী দলই নিশ্চিত করবে ফাইনালে ভারতের প্রতিপক্ষ হওয়ার সুযোগ। ইতোমধ্যে ভারত প্রথম দল হিসেবে ফাইনালে জায়গা করে নিয়েছে। টি-টোয়েন্টিতে দুই দলের সর্বশেষ ৫ মোকাবেলায় ৩ বার জিতেছে পাকিস্তান এবং ২ বার জয় পেয়েছে বাংলাদেশ। সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তানকে হারিয়েছে লিটন দাসের দল।
ভারতের কাছে ৪১ রানে হারের পর এই গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশ একাদশে আসতে পারে পরিবর্তন। ইনজুরি কাটিয়ে ফিরতে পারেন নিয়মিত অধিনায়ক লিটন দাস। আবার দলে ফিরতে পারেন শেখ মেহেদী হাসান ও তাসকিন আহমেদও।
অন্যদিকে পাকিস্তানের লক্ষ্যও ফাইনাল। তারা আগেই জানিয়েছিল, এবারের এশিয়া কাপে এসেছে চ্যাম্পিয়ন হতেই। ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে শাহিন শাহ আফ্রিদি বলেন, বাংলাদেশ ভালো দল এবং সাম্প্রতিক সময়ে তারা ভালো খেলছে। তবে জিততে হলে আমাদের সব বিভাগেই সেরা খেলাটা খেলতে হবে।
এর আগে ভারতের কাছে হেরে সুপার ফোর শুরু করা পাকিস্তান জয় পেয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে। বাংলাদেশও শ্রীলঙ্কাকে হারিয়েছে প্রথম ম্যাচে, তবে ভারতের কাছে হেরেছে বুধবার।
পরিসংখ্যানে পাকিস্তান এগিয়ে অনেকটা। এখন পর্যন্ত দুই দলের টি-টোয়েন্টি ইতিহাসে ২৫ লড়াইয়ে পাকিস্তান জয় পেয়েছে ২০ বার, বাংলাদেশের সাফল্য মাত্র ৫টিতে। নিরপেক্ষ ভেন্যুতেও পাকিস্তান আধিপত্য বিস্তার করেছে—৮ জয় বনাম বাংলাদেশের ১ জয়। তবে সাম্প্রতিক পাঁচ ম্যাচে ব্যবধান কিছুটা হলেও কমেছে: পাকিস্তান জিতেছে ৩টিতে, বাংলাদেশ ২টিতে।