• ৯ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৪শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশাল ডিসি লেকপাড়ে দেয়াল নির্মাণ

জুয়েল শাহিনঃ বরিশাল
প্রকাশিত অক্টোবর ৬, ২০২৫, ১৫:০৪ অপরাহ্ণ
বরিশাল ডিসি লেকপাড়ে দেয়াল নির্মাণ
সংবাদটি শেয়ার করুন....

বরিশাল নগরীর অন্যতম আকর্ষণীয় বিনোদনকেন্দ্র ডিসি লেক এখন নতুন রূপ পাচ্ছে। লেকপাড় ঘিরে দৃষ্টিনন্দন দেয়াল ও স্থাপনা নির্মাণের কাজ শুরু হয়েছে। কর্তৃপক্ষের দাবি, এ উদ্যোগের মাধ্যমে লেকের নিরাপত্তা নিশ্চিত হওয়ার পাশাপাশি সৌন্দর্যও কয়েকগুণ বৃদ্ধি পাবে। বাড়বে পর্যটকদের আনাগোনা।

বরিশাল জেলা প্রশাসন কর্তৃপক্ষ জানায়, বরিশালবাসীর অবসর যাপনের অন্যতম স্থান হিসেবে বরিশাল নগরীর বেলস পার্ক ও ডিসি লেককে আরও আকর্ষণীয় করে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তাই লেকের পাড়ে নান্দনিক দেয়াল নির্মাণ, বসার স্থান, পথচারীদের জন্য হাঁটার ট্র্যাক, আধুনিক আলোকসজ্জা ও সবুজায়নের কাজ করা হবে।

বরিশাল ডিসি লেকপাড়ে নিয়মিত হাঁটতে আসা স্থানীয় বাসিন্দা সুখেন্দু এদবর বলেন, এখানকার কাজ শেষ হলে লেকপাড় আরও নিরাপদ ও সুন্দর হবে। পরিবার নিয়ে বিকেল কাটানোর জন্য বরিশালে খুব বেশি জায়গা নেই, এই লেককে সাজানো হলে আমাদের সবার জন্যই আনন্দদায়ক হবে। তিনি আরও বলেন, বিশেষ করে সকালে ও সন্ধ্যায় বেলস পার্কে প্রায়ই ভ্রমণকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে এই উদ্যোগ কার্যকর ভূমিকা রাখবে। বৃদ্ধ ও অসুস্থ ভ্রমণকারীরা যাতে লেকের পানিতে পড়ে দুর্ঘটনার শিকার না হন, সে জন্য এই দৃষ্টিনন্দন দেয়াল ও স্থাপনা আরও আগেই নির্মাণ করা উচিত ছিল।

বরিশাল বিএম কলেজের শিক্ষার্থী মাহিমুল হাসান এমদাদ বলেন, ডিসি লেক ইতোমধ্যেই নগরীর একটি জনপ্রিয় স্পট। নতুন স্থাপনা যোগ হলে এটি শুধু স্থানীয় নয়, বাইরের পর্যটকদের কাছেও আকর্ষণীয় হবে। তাই জেলা প্রশাসনের নেওয়া এই উদ্যোগ প্রশংসনীয়।

জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এই নান্দনিক দেয়াল ও স্থাপনা নির্মাণ শেষ হলে ডিসি লেক এলাকার সামগ্রিক পরিবেশ পরিবর্তন হবে। বরিশালের সাংস্কৃতিক ও সামাজিক অনুষ্ঠান আয়োজনের জন্যও এই স্থানকে ব্যবহার করা যাবে।

বরিশালের সাংস্কৃতিক কর্মী ও সাংবাদিক বেলায়েত বাবলু মনে করেন, ডিসি লেককে আধুনিক ও দৃষ্টিনন্দন করে গড়ে তুলতে পারলে বরিশালে পর্যটন শিল্পেরও উন্নয়ন ঘটবে। এ ধরনের উদ্যোগ শুধু নগরীর সৌন্দর্য বৃদ্ধি করবে না, বরং স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে।

এ বিষয়ে বরিশালের জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, স্থানীয় বাসিন্দা ও নগরীর সচেতন মহলের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে জেলা প্রশাসন ডিসি লেকপাড়কে দৃষ্টিনন্দন করতে এই উদ্যোগ নিয়েছে। আশা করি, এর সুফল নগরবাসী পাবে।