
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে সোমবার (২২ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হলো বর্তমান কমিটির সর্বশেষ বোর্ড সভা। সন্ধ্যার পর শুরু হওয়া সভা শেষ হয় রাত ১০টার দিকে।
বৈঠক শেষে গণমাধ্যমের সামনে বিসিবির আর্থিক সক্ষমতা ও বোর্ডের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু। প্রায় আট মাস ধরে মিডিয়া কমিটির দায়িত্ব পালন করছেন মিঠু।
বিদায়ী সময়ে তিনি বলেন, “জানুয়ারি থেকে বর্তমান পর্যন্ত আমি দায়িত্ব সত্যিই খুব উপভোগ করেছি। আজকে আমাদের সর্বশেষ বোর্ড সভা ছিল। কোথাও যদি আপনাদের সঙ্গে খারাপ ব্যবহার করে থাকি বা ভুল করে থাকি, মাফ করে দিয়েন।”
একই সঙ্গে তিনি ক্রিকেট বোর্ডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন দায়িত্ব পালনের সুযোগ দেওয়ার জন্য।
সভায় আলোচনা প্রসঙ্গে মিঠু বলেন, “আজকের মিটিংয়ে কিছু অতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলাপ হয়েছে। প্রথমত নির্বাচন, দ্বিতীয়ত বিপিএল, তৃতীয়ত আমাদের আর্থিক বিষয়—ক্রিকেট বোর্ডে আমরা কত টাকা রেখে যাচ্ছি এসব বিষয়ে।”
বিসিবির আর্থিক অবস্থার চিত্র তুলে ধরে তিনি বলেন, “আমরা প্রায় চৌদ্দশ কোটি টাকার মতো রেখে যাচ্ছি। সঠিক সংখ্যাটা বলতে গেলে, প্রায় ১ হাজার ৩৯৮ কোটি টাকা। এতে এফডিআর, ক্যাশ ইন হ্যান্ড ও ক্যাশ ইন ব্যাংক সবই অন্তর্ভুক্ত। এটি বোর্ডের আর্থিক স্থিতিশীলতা প্রমাণ করে।”
তিনি আরও উল্লেখ করেন, আগামী নির্বাচন ও বিপিএল সুষ্ঠুভাবে আয়োজন করতে পারলে ক্রিকেট বোর্ড আরও বিশ্বাসযোগ্য হয়ে উঠবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর