বেনাপোল স্থলবন্দরের ইউনুস মার্কেট এলাকায় প্রতারণা ও ছিনতাইয়ের মাধ্যমে যাত্রীদের কাছ থেকে অর্থ ও মালামাল আত্মসাৎকারী একটি চক্রকে আটক করেছে আর্মড পুলিশ। রোববার সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে এ অভিযান পরিচালনা করেন এপিবিএন বেনাপোল স্থলবন্দরের ইন্সপেক্টর সন্তু বিশ্বাস।
দীর্ঘদিন ধরে এই চক্রটি ইডি ফরম জালিয়াতির মাধ্যমে পাসপোর্ট যাত্রীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছিল। আটককৃতদের মধ্যে রয়েছেন—মোহাম্মদ আল আমিন (গাজীপুর), রুবেল (ভবারবেড়), আনোয়ার (বারপোতা) ও আতিকুল ইসলাম (ভবারবেড়)। তবে সিরাজ ও শাহজাহান নামের আরও দুইজন পালিয়ে যায়। তাদের গ্রেফতারে পুলিশি তৎপরতা চলছে।
স্থানীয় সূত্রে জানা যায়, অতীতে প্রতারণার দায়ে তাদের অফিসে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু সম্প্রতি পুনরায় কার্যক্রম শুরু করে যাত্রীদের হয়রানি ও ছিনতাই চালাচ্ছিল। দায়িত্ব নেওয়ার পর থেকেই ইন্সপেক্টর সন্তু বিশ্বাস এসব প্রতারণামূলক চক্রের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে দ্রুত অভিযান চালাচ্ছেন।
এলাকাবাসী জানান, সন্তু বিশ্বাসের মতো সৎ ও ন্যায়নিষ্ঠ অফিসার দায়িত্বে থাকলে বেনাপোলসহ দেশের জন্য তা হবে অত্যন্ত কল্যাণকর।