• ৮ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৪শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

‘রক্ত চন্দ্রগ্রহণে’ মুগ্ধ আরববাসী, বিশেষ নামাজ আদায়

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ৮, ২০২৫, ১৬:০৬ অপরাহ্ণ
‘রক্ত চন্দ্রগ্রহণে’ মুগ্ধ আরববাসী, বিশেষ নামাজ আদায়
সংবাদটি শেয়ার করুন....

আরব বিশ্বের বিভিন্ন দেশে রবিবার (৮ সেপ্টেম্বর) রাতে বিরল ‘রক্ত চন্দ্রগ্রহণ’ দৃশ্যমান হয়। এই অনন্য মহাজাগতিক দৃশ্য উপভোগ করতে হাজারো মানুষ জড়ো হন এবং বিশেষ নামাজ আদায় করেন।

সৌদি আরবের রাষ্ট্রীয় টেলিভিশন আল-ইখবারিয়ার প্রতিবেদনে জানানো হয়, দেশটি ২০১৮ সালের পর সবচেয়ে দীর্ঘ চন্দ্রগ্রহণ প্রত্যক্ষ করেছে। মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববীতে উপাসকরা ঐতিহ্যবাহী ‘খুসুফ’ নামাজ আদায় করেন।

মিশরের হেলওয়ান থেকে এ দৃশ্য সরাসরি সম্প্রচার করা হয়। পাশাপাশি কায়রোর বিভিন্ন মসজিদেও নামাজ অনুষ্ঠিত হয়। কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও ওমানেও এই বিরল ঘটনা ব্যাপক আগ্রহের সৃষ্টি করে।

জর্ডানের রাজধানী আম্মানে হাজারো মানুষ উন্মুক্ত আকাশের নিচে দাঁড়িয়ে চন্দ্রগ্রহণের এই চমকপ্রদ দৃশ্য প্রত্যক্ষ করেন।

উল্লেখ্য, পূর্ণ চন্দ্রগ্রহণকে সাধারণভাবে ‘রক্ত চাঁদ’ বলা হয়। এ সময় পৃথিবী সূর্য ও চাঁদের মাঝখানে চলে আসে। সূর্যের নীল আলো বায়ুমণ্ডল দ্বারা ছড়িয়ে পড়ে আর দীর্ঘ লালচে তরঙ্গ চাঁদের উপর প্রতিফলিত হয়। ফলে চাঁদ লালচে আভা ধারণ করে।