• ২৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৪ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

‘বলী’: এস্টার এওয়ার্ডে ইকবালের দুই মনোনয়ন

অনলাইন ডেস্ক
প্রকাশিত আগস্ট ২৬, ২০২৫, ১২:৩১ অপরাহ্ণ
‘বলী’: এস্টার এওয়ার্ডে ইকবালের দুই মনোনয়ন
সংবাদটি শেয়ার করুন....

যুক্তরাষ্ট্রের গবেষক-শিক্ষাবিদ, নোবেল জয়ী সাহিত্যিক ও সিনেমা বোদ্ধাদের সংগঠন ‘ইন্টারন্যাশনাল ইন্সটিটিউট অব ফিল্ম, সায়েন্স অ্যান্ড আর্টস’ আয়োজিত ‘এস্টার এওয়ার্ডে’ মনোনয়ন পেয়েছেন বাংলাদেশের নির্মাতা ইকবাল হোসাইন চৌধুরী

‘বলী’ (দ্য রেসলার) সিনেমার জন্য সেরা চিত্রনাট্যকার এবং সেরা পরিচালকের দুটি বিভাগে তিনি মনোনীত হয়েছেন। সংগঠনটির পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিউইয়র্ক ভিত্তিক প্রতিষ্ঠান আইআইএএফএসএ সম্প্রতি মনোনীতদের তালিকা প্রকাশ করেছে। সেখানে দুই বিভাগে জায়গা করে নিয়েছেন ইকবাল।

ইকবাল বলেন, “এটা একদমই অপ্রত্যাশিত এবং প্রচলিত ধারা ভেঙে পাওয়া একটি মনোনয়ন। এখানে সারা বিশ্বের শীর্ষ সিনেমা গবেষকরা মূলত গোপনে ভোট দিয়েছেন। সংক্ষিপ্ত তালিকায় থাকা সিনেমাগুলো থেকে চূড়ান্তভাবে মনোনয়ন বেছে নিয়েছেন বিচারকরা। বিষয়টা আমার কাছে খুবই ইন্টারেস্টিং মনে হয়েছে। আর গত দুই বছরে বিশ্বজুড়ে প্রশংসিত সেরা সিনেমার তালিকায় বাংলাদেশের একটি সিনেমার নাম দেখাটা সবসময়ই বিশেষ আনন্দের।”

মনোনয়নপ্রাপ্ত অন্যান্য সিনেমার মধ্যে রয়েছে—

  • দ্য গার্ল উইথ দ্য নিডল (অস্কার ও গোল্ডেন গ্লোব মনোনীত)

  • দ্য সিড অব দ্য সেক্রেড ফিগ (অস্কার ও গোল্ডেন গ্লোব মনোনীত)

  • সাউন্ড অব ফলিং

  • ল্যাম্ব

  • সন্তোষ (কান ফিল্ম ফেস্টিভাল)

    ভোর/রিপন/আইটি