তিন মাস আগে বিসিবি সভাপতির পদে দায়িত্ব গ্রহণ করেন আমিনুল ইসলাম বুলবুল। তখন তিনি জানিয়েছিলেন যে, দীর্ঘ সময় বোর্ডে থাকার ইচ্ছে নেই। তবে এবার সিদ্ধান্ত পরিবর্তন করে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন। বুলবুল স্পষ্ট করে জানিয়েছেন, তিনি বিসিবির আসন্ন নির্বাচনে পরিচালক পদে লড়বেন।
মঙ্গলবার সিলেট জেলা স্টেডিয়াম পরিদর্শনকালে তিনি অবকাঠামো ও সুযোগ-সুবিধা যাচাই করেন। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বুলবুল বলেন, “আমি দেশের প্রয়োজন অনুযায়ী ক্রিকেট অঙ্গনে আরও কাজ করতে চাই।”
পরে বিকেলে নির্বাচন প্রসঙ্গে তিনি আরও জানান, “আমি যে উদ্দেশ্য নিয়ে এসেছিলাম, প্রাথমিকভাবে কিছু সাফল্য দেখতে পেয়েছি। আমার এই ট্রিপল সেঞ্চুরির মাধ্যমে যে প্রোগ্রামগুলো চলছে, মনে হয়েছে সেগুলো হাফ-ডান (অর্ধেক) রেখে যেতে পারি না। আমি চেষ্টা করব, সবার কাছে আবেদন করব, যেন আমাদের কাজগুলো সফল হয়। সে লক্ষ্যেই আমি কন্টিনিউ করতে চাই।”
তিনি বলেন, “এক নম্বর কারণ হলো বাংলাদেশ ক্রিকেটের ভালোবাসা, যা আমি পাচ্ছি। দুই নম্বর হলো, এই মুহূর্তে চালিয়ে যাওয়া জরুরি। না হলে এই সকল কাজ বিফলে যেতে পারে।”
এদিকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন তামিম ইকবালও। সাবেক সভাপতি ফারুক আহমেদও এই দৌড়ে থাকবেন। ক্রিকেট মহলে ইতোমধ্যেই আলোচনা শুরু হয়েছে, নির্বাচনে লড়াই হতে পারে তামিম ইকবাল বনাম আমিনুল ইসলাম বুলবুলের মধ্যে।
বুলবুল এই বিষয়টিকে প্রতিযোগিতা হিসেবে দেখছেন না। তিনি বলেন, “আমি এটাকে প্রতিযোগিতা মনে করি না। বিষয়টি নির্ভর করছে যারা নির্বাচিত করবেন তাদের ওপর। তবে যারা নির্বাচনে আসছে, যেমন ফারুক ভাইয়ের নাম শুনছি, তামিমের নাম শুনছি, তাদের প্রতি শুধু শ্রদ্ধা নয়, ভালোবাসা এবং সহযোগিতাও থাকবে।”