
নগদ লেনদেনের মাধ্যমে কর ফাঁকি দেওয়া সহজ হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। বুধবার (২০ আগস্ট) সকালে উন্নয়ন কৌশল বিষয়ক সেমিনারে তিনি বলেন, নগদ লেনদেন দুর্নীতির প্রবণতাকে বাড়িয়ে দেয়।
গভর্নর উল্লেখ করেন, এই প্রবণতা রোধ করা অত্যন্ত জরুরি। বাংলাদেশের ক্যাশলেস সমাজের ভিত্তি দিনদিন শক্তিশালী হচ্ছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, আগামী ৭-৮ বছরের মধ্যে বাংলাদেশ একটি বড় ক্যাশলেস অর্থনীতির কেন্দ্র হিসেবে পরিণত হবে।
তিনি আরও বলেন, আর্থিক খাতে শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে। এতে সামষ্টিক অর্থনীতি আরও দৃঢ় হবে। একইসাথে আর্থিক লেনদেনে নতুন উদ্ভাবন আনা প্রয়োজন, যাতে সবাইকে অন্তর্ভুক্ত করা যায়।
গভর্নর জানান, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের ‘ন্যানো লোন’ ধারণা বর্তমানে জনপ্রিয়। প্রতিদিন গড়ে প্রায় ৪ হাজার মানুষ এই ধরনের ঋণ সেবা গ্রহণ করছে। এ পর্যন্ত প্রায় ৭ হাজার কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর