
মৎস্য সম্পদ রক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ কোস্ট গার্ডকে ‘‘জাতীয় মৎস্য পদক ২০২৫’’ প্রদান করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।
এ প্রসঙ্গে সোমবার রাতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, দেশের সামুদ্রিক জলসীমা, উপকূলীয় ও নদী তীরবর্তী এলাকায় নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে অবৈধ মাছ ধরা, নিষিদ্ধ জাল ব্যবহার, সামুদ্রিক জীববৈচিত্র্য সংরক্ষণ, বিদেশি জাহাজের অনধিকার প্রবেশ প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধিতে কোস্ট গার্ড দীর্ঘদিন ধরে কার্যকর ভূমিকা পালন করছে। এ সব অবদানের স্বীকৃতি হিসেবে দ্বিতীয়বারের মতো ‘‘জাতীয় মৎস্য পদক ২০২৫’’ পেয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড।
সোমবার রাজধানীর শেরে বাংলা নগরে বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস কোস্ট গার্ড মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মোঃ জিয়াউল হককে এই পদক প্রদান করেন। অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা, উর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং বিভিন্ন মৎস্য সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
লে. কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, মৎস্য সপ্তাহের প্রতিপাদ্য ‘‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশী মাছে দেশ ভরি’’ সামনে রেখে কোস্ট গার্ডের এই অর্জন সামুদ্রিক, উপকূলীয় ও নদী তীরবর্তী এলাকায় নিরাপত্তা ও মৎস্য সম্পদ ব্যবস্থাপনায় একটি উল্লেখযোগ্য মাইলফলক হয়ে থাকবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর