• ৩রা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

এস এম ফরহাদের ডাকসু নির্বাচনে অংশগ্রহণে বাধা নেই

আপিল বিভাগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশিত সেপ্টেম্বর ৩, ২০২৫, ১৫:১৩ অপরাহ্ণ
এস এম ফরহাদের ডাকসু নির্বাচনে অংশগ্রহণে বাধা নেই
সংবাদটি শেয়ার করুন....

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রশিবির মনোনীত সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী এস এম ফরহাদের অংশগ্রহণে কোনো বাধা নেই বলে জানিয়েছেন আপিল বিভাগ।

বুধবার (৩ সেপ্টেম্বর) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত সদস্যের পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়। একইসঙ্গে ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৯ সেপ্টেম্বরেই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে আদালত জানায়। এর মাধ্যমে হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশ বাতিল হয়।

এদিন শুনানিতে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আইনজীবী শিশির মনির বলেন, শুধুমাত্র ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার কারণে কারও প্রার্থিতা বাতিল হয়নি। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই একজন প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হয়েছিল।

ডাকসু নির্বাচনকে ঘিরে ইতোমধ্যেই ছাত্রদল, ছাত্রশিবির, গণতান্ত্রিক ছাত্রসংসদ এবং বামপন্থি সংগঠনগুলো নিজ নিজ প্যানেল ঘোষণা করেছে। এবার পূর্ণ ও আংশিক মিলিয়ে প্রায় ১০টি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে।

এবারের নির্বাচনে ডাকসুর ২৮টি পদে মোট ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। পাশাপাশি, ১৮টি হলের ১৩টি পদে এক হাজার ৩৫ জন প্রার্থী চূড়ান্তভাবে লড়ছেন।

উল্লেখ্য, গত ৪ আগস্ট সকালে বিচারপতি এস কে তাহসিন আলী ও বিচারপতি হাবিবুল গণির বেঞ্চে ডাকসুর ‘অপরাজেয় ৭১, অদম্য ২৪’ প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণআন্দোলন বিষয়ক সম্পাদক প্রার্থী বি এম ফাহমিদা আলম একটি রিট দায়ের করেন। সেখানে বলা হয়, এস এম ফরহাদ আগে ছাত্রলীগের কমিটিতে ছিলেন। এরপরও তিনি কীভাবে ইসলামী ছাত্রশিবিরের প্রার্থী হিসেবে মনোনীত হলেন, তা নিয়ে প্রশ্ন তোলা হয়।

‘অপরাজেয় ৭১, অদম্য ২৪’ প্যানেলটি গঠিত হয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের একাংশ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এবং বাংলাদেশ ছাত্রলীগ-বিসিএল (জাসদ ছাত্র সংগঠন) এর সমন্বয়ে। অন্যদিকে, এবারের নির্বাচনে ইসলামী ছাত্রশিবির থেকে ভিপি পদে সাদিক কায়েম এবং জিএস পদে এস এম ফরহাদ প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে।