• ৩রা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

ডাকসু নির্বাচন: প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন আজ, কাল থেকে প্রচারণা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশিত আগস্ট ২৫, ২০২৫, ১৫:১০ অপরাহ্ণ
ডাকসু নির্বাচন: প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন আজ, কাল থেকে প্রচারণা
সংবাদটি শেয়ার করুন....

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন আজ। আগামীকাল থেকে প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করবেন।

সোমবার (২৫ আগস্ট) দুপুর ১টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে স্থাপিত চিফ রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে।

এর আগে বাতিল হওয়া প্রার্থিতা ফিরে পেতে ৩৪ জন আবেদন করেছিলেন। আপিলের রায়ে সবাই প্রার্থিতা ফিরে পান।

এদিকে সোমবারও নির্বাচনী প্রচারণা বন্ধ থাকছে। তবে মঙ্গলবার থেকে শুরু হবে আনুষ্ঠানিক প্রচারণা।

যদিও আনুষ্ঠানিক প্রচারণা এখনো শুরু হয়নি, ক্যাম্পাসে কুশল বিনিময়সহ বিভিন্ন অনানুষ্ঠানিক মাধ্যমে প্রতিশ্রুতি দিচ্ছেন ভিন্ন ভিন্ন প্যানেলের প্রার্থীরা।

৩৮তম ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৯ সেপ্টেম্বর।