
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভোট কমানোর জন্য অনলাইনে নানা ধরনের প্রোপাগান্ডা চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন স্বতন্ত্র ভিপি প্রার্থী শামীম হোসেন।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে ভোটগ্রহণ কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
শামীম হোসেন বলেন, ‘আমার স্টুডেন্ট অটোনমি ধারণা জনপ্রিয় হওয়ার পর বিরোধীরা আমাকে ছাত্রলীগের সঙ্গে যুক্ত করার চেষ্টা করেছে।’
তিনি আরও বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোনটা সঠিক আর কোনটা ভুল তা বোঝার সক্ষমতা রাখে। জয়-পরাজয় ব্যালট পেপারের মাধ্যমেই নির্ধারিত হবে।’
নির্বাচনের পরিবেশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শামীম বলেন, ‘আমি নির্বাচনী পরিবেশ ভালোই দেখছি। শিক্ষার্থীরা উৎসবমুখর পরিবেশে ভোট দিতে আসছে। আমরা যারা প্রার্থী রয়েছি তাদের সবার মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে। আশা করছি নির্বাচনী পরিবেশ নষ্ট হওয়ার মতো কোনো ঘটনা ঘটবে না।’
সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর