
উৎসবমুখর পরিবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চললেও একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। ‘অনিচ্ছাকৃত ভুলের’ কারণে নির্বাচনী দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এক পোলিং অফিসারকে।
মঙ্গলবার কার্জন হলের দ্বিতীয় তলায় অমর একুশে হলের ভোটকেন্দ্রে একজন শিক্ষার্থীকে ‘অনিচ্ছাকৃতভাবে’ একাধিক ব্যালট পেপার দিয়ে বসেন দায়িত্বপ্রাপ্ত পোলিং অফিসার জিয়াউর রহমান। বিষয়টি জানার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে তাৎক্ষণিকভাবে নির্বাচনী দায়িত্ব থেকে অব্যাহতি দেয়।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, বিষয়টি সম্পূর্ণ অনিচ্ছাকৃত ভুল ছিল। অভিযোগকারী ভোটারও তাৎক্ষণিকভাবে বিষয়টি বুঝতে সক্ষম হন। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে প্রশাসন দ্রুত পদক্ষেপ গ্রহণ করে এবং ঘটনাটি সেখানেই নিষ্পত্তি হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে, ডাকসু নির্বাচনের প্রতিটি ধাপে স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে তারা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে। তাই এমন ছোটখাটো অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষিতে তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়া হয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর