বায়ুদূষণে বিশ্বের ১২৬টি শহরের মধ্যে শীর্ষে রয়েছে আফ্রিকার গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। শহরের বায়ুর মানের স্কোর ১৭০, যা নাগরিকদের জন্য ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়।
ধবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ৫০ স্কোর নিয়ে ঢাকার অবস্থান বিশ্বের দূষিত শহরের তালিকায় ৬৬তম। এ স্কোর দূষণের দিক থেকে তুলনামূলকভাবে ভালো হিসেবে গণ্য হয়।
আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, ১৭০ স্কোর নিয়ে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে কিনশাসা। দ্বিতীয় স্থানে সৌদি আরবের রাজধানী রিয়াদ (১৩২ স্কোর) এবং একই স্কোরে তৃতীয় স্থানে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। চতুর্থ স্থানে চীনের বেইজিং (১২২ স্কোর) এবং পঞ্চম স্থানে সংযুক্ত আরব আমিরাতের দুবাই (১১৮ স্কোর) রয়েছে।
আইকিউএয়ার স্কোরের মানদণ্ড অনুযায়ী, ০–৫০ ভালো, ৫১–১০০ মাঝারি, ১০১–১৫০ সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর এবং ১৫১–২০০ ‘অস্বাস্থ্যকর’ বায়ু হিসেবে বিবেচিত হয়। ২০১–৩০০ স্কোরের বায়ু ‘খুব অস্বাস্থ্যকর’ এবং শিশু, প্রবীণ ও অসুস্থ রোগীদের জন্য বাড়ির ভিতরে থাকার পরামর্শ দেওয়া হয়।
৩০১–৪০০ স্কোরের বায়ু ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচিত, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি উপাদান: বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), নাইট্রোজেন ডাইঅক্সাইড (এনও২), কার্বন মনোক্সাইড (সিও), সালফার ডাইঅক্সাইড (এসও২) এবং ওজোন (ও₃) এর ওপর ভিত্তি করে।
বায়ুদূষণ শিশু, অসুস্থ, প্রবীণ ও অন্তঃসত্ত্বাদের জন্য বিশেষভাবে ক্ষতিকর। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন (ডব্লিউএইচও) অনুযায়ী, বায়ুদূষণের কারণে প্রতি বছর বিশ্বব্যাপী প্রায় ৭০ লাখ মানুষ মারা যায়। বায়ুদূষণ মূলত স্ট্রোক, হৃদরোগ, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, ফুসফুসের ক্যান্সার ও শ্বাসযন্ত্রের সংক্রমণের কারণে মৃত্যুর হার বৃদ্ধি করে।