• ৮ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৪শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, তাপমাত্রা নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশিত সেপ্টেম্বর ৭, ২০২৫, ০৯:৫৬ পূর্বাহ্ণ
ঢাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, তাপমাত্রা নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস
সংবাদটি শেয়ার করুন....

সকাল থেকেই রাজধানী ঢাকার আকাশ মেঘলা রয়েছে। এর সঙ্গে কিছু এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টিও হয়েছে। বৃষ্টির পাশাপাশি আকাশে কালো মেঘ দেখা যাওয়ায় দিনভর বৃষ্টির সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে। এর ফলে ঢাকা ও আশপাশের এলাকায় দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

রোববার (৭ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮-১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। আজ হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ২৯ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৩ শতাংশ।

গতকাল শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস এবং আজ রোববার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

আজ সূর্য অস্ত যাবে সন্ধ্যা ৬টা ১১ মিনিটে এবং আগামীকাল সোমবার সূর্যোদয় হবে ভোর ৫টা ৪২ মিনিটে।

এর আগে গতকাল এক বিজ্ঞপ্তিতে আবহাওয়া অফিস জানায়, শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বজ্রবৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কিছু জায়গায় মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে বলেও উল্লেখ করা হয়।