• ২৩শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকা ওয়াসায় ৫ আগস্টের পর জোন-০৯ এ রাজস্ব আদায়ের গ্রোথে অভূতপূর্ব বৃদ্ধি

উপ-প্রধান রাজস্ব কর্মকর্তা সাইফুল ইসলামের একান্ত সাক্ষাৎকারে উঠে এলো সাফল্যের চিত্র

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ১৭, ২০২৫, ১১:১৪ পূর্বাহ্ণ
ঢাকা ওয়াসায় ৫ আগস্টের পর জোন-০৯ এ রাজস্ব আদায়ের গ্রোথে অভূতপূর্ব বৃদ্ধি
সংবাদটি শেয়ার করুন....

ঢাকা ওয়াসার রাজস্ব জোন-০৯ এর উপ-প্রধান রাজস্ব কর্মকর্তা সাইফুল ইসলাম দৈনিক ভোরের সাথে একান্ত আলাপচারিতায় জানিয়েছেন, ৫ আগস্ট প্রেক্ষাপট পরিবর্তনের পর ঢাকা ওয়াসায় সার্বিকভাবে রাজস্ব আদায়ের প্রবৃদ্ধি উল্লেখযোগ্য হারে বেড়েছে। এর ধারাবাহিকতায় রাজস্ব জোন-০৯ এর রাজস্ব আহরণও দৃশ্যমানভাবে বৃদ্ধি পেয়েছে।

তিনি বলেন, আমি গত ডিসেম্বর মাসে রাজস্ব জোন-০৯ এ দায়িত্ব গ্রহণ করি। ৫ আগস্ট পরিবর্তনের পূর্বে ওয়াসার কার্যক্রম নিয়ে অনেক বিতর্ক ছিল। কিন্তু পরবর্তী সময়ে বর্তমান ব্যবস্থাপনা পরিচালক শাহজাহান মিয়ার নেতৃত্বে ওয়াসা নতুন গতিতে এগিয়ে যাচ্ছে।

বর্তমান কর্তৃপক্ষ আমাকে ৭০ কোটি টাকার বেশি রাজস্ব সংগ্রহের লক্ষ্য দিয়েছে। আগস্ট মাস চলমান থাকা সত্ত্বেও আমরা প্রতি মাসের নির্ধারিত লক্ষ্যের কাছাকাছি পৌঁছেছি। শীত মৌসুমে পানি ব্যবহারের ঘাটতির কারণে রাজস্ব কিছুটা কম হলেও সামগ্রিক অগ্রগতি সন্তোষজনক হারে বেড়েছে।

তিনি আরও বলেন, গ্রাহকদের সদিচ্ছা ও আন্তরিকতা থাকলে এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। তবে কিছু ক্ষেত্রে পানির সংযোগে অনৈতিকতা ধরা পড়লে আমরা তাদের সতর্কপত্র প্রদান করি এবং বিভিন্ন উপায়ে সমাধানের চেষ্টা চালাই। এছাড়া প্রধান কার্যালয়ের ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ওয়াসার আওতাধীন বিভিন্ন এলাকায় রাজস্ব আহরণে নিয়মিত অভিযান চলছে।

আমার জোনে দু-একটি বিচ্ছিন্ন ঘটনা বাদ দিলে সার্বিক পরিস্থিতি স্বাভাবিক ও সন্তোষজনক। শেষমেষ, সততা ও কর্মদক্ষতার মাধ্যমে আরও এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।