• ২৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৪ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকা ওয়াসা জাতীয়তাবাদী এমপ্লয়ীজ ইউনিয়নের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত

জগলুল কবির নাসির,বিশেষ প্রতিনিধি
প্রকাশিত আগস্ট ২৫, ২০২৫, ১২:২৭ অপরাহ্ণ
ঢাকা ওয়াসা জাতীয়তাবাদী এমপ্লয়ীজ ইউনিয়নের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত
সংবাদটি শেয়ার করুন....

ঢাকা ওয়াসা জাতীয়তাবাদী এমপ্লয়ীজ ইউনিয়নের বিশেষ সাধারণ সভা রাজধানীর কাওরান বাজারে ওয়াসা ভবনের দ্বিতীয় তলায় ইউনিয়নের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় ঢাকা ওয়াসা জাতীয়তাবাদী এমপ্লয়ীজ ইউনিয়নের সভাপতি মোঃ আজিজুল আলম খানের সভাপতিত্বে ও বজলুল করিমের সঞ্চালনায় স্বাগত বক্তব্য প্রদান করেন উক্ত সংগঠনের সাধারন সম্পাদক মনির হোসেন পাটোয়ারী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগর (উত্তর) শ্রমিক দলের সদস্য সচিব কামরুল জামান ও খুলনা মহানগর শ্রমিক দলের নেতা মজিবুর রহমান। এ ছাড়া শ্রমিকনেতা কামরুল, মাহবুব, আব্দুল মন্নান, সাইদুর প্রমুখ বক্তব্য রাখেন।

সভায় কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় তিন সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়। মো. কামাল উদ্দিনকে নির্বাচন কমিশনার এবং হারুনর রশিদ ও আক্তারুজ্জামান মুক্তাকে সহকারী নির্বাচন কমিশনার করা হয়। এছাড়া অবসরপ্রাপ্ত কর্মচারীদের জন্য ১০ শতাংশ কোটার বিধান অনুমোদন করা হয়।

সভায় বর্তমান সভাপতি মো: আজিজুল আলম খানের বর্তমান কর্মকান্ডে সকলে সন্তুষ্টি প্রকাশ করেন। সংগঠনের গতিশীলতা বজায় রাখার স্বার্থে সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের আলোকে মোঃ আজিজুল আলম খানকে কন্ঠভোটে (প্রায় ৯৭শতাংশ) সমস্বরে পুনরায় ৩-৪ বছরের জন্য ঢাকা ওয়াসা জাতীয়তাবাদী এমপ্লয়ীজ ইউনিয়নের সভাপতি নির্বাচনের সিদ্ধান্ত গৃহীত হয়।

একই সঙ্গে গঠনতন্ত্রে সংশোধনী আনা এবং সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িতদের বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। ফজলুর রহমান বাদল সংগঠন বিরোধী কর্মকান্ডে জড়িত থাকায় তাকে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় শ্রম অধিদপ্তরের সহকারী পরিচালক ফিরোজুর রহমানসহ পাঁচজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।