• ১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকার আকাশে ঝলমলে রোদ, সামনে লঘুচাপের আভাস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশিত সেপ্টেম্বর ২৯, ২০২৫, ১০:৫৫ পূর্বাহ্ণ
ঢাকার আকাশে ঝলমলে রোদ, সামনে লঘুচাপের আভাস
সংবাদটি শেয়ার করুন....

ঢাকার আকাশে সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল থেকে ঝলমলে রোদ দেখা গেছে। গত কয়েক দিনের মতো সকালে বৃষ্টির সম্ভাবনা না থাকায় স্বস্তি পেয়েছেন নগরবাসী।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, লঘুচাপের প্রভাব কমে আসায় আজ ঢাকাসহ আশপাশের এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং হালকা বৃষ্টি হতে পারে। বৃষ্টি কম হওয়ার আভাস থাকলেও তাপমাত্রায় তেমন কোনো পরিবর্তন আসবে না।

অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, রোববার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং আজ ভোর ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। সারা দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে রাজশাহীতে ৩৬ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে মৌসুমি বায়ু বর্তমানে বাংলাদেশের ওপর দুর্বল এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। ফলে আগামী ১ অক্টোবরের দিকে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় নতুন একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।