• ১৪ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

ডিএমপির দক্ষিণখান থানার আইন-শৃঙ্খলা উন্নয়নে জিরো টলারেন্স নীতি: ওসি মো: তাইফুর রহমান মির্জা

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত সেপ্টেম্বর ১৩, ২০২৫, ০৯:৪৩ পূর্বাহ্ণ
ডিএমপির দক্ষিণখান থানার আইন-শৃঙ্খলা উন্নয়নে জিরো টলারেন্স নীতি: ওসি মো: তাইফুর রহমান মির্জা
সংবাদটি শেয়ার করুন....

ঢাকা মেট্রোপলিটন পুলিশের দক্ষিণখান থানাধীন আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন ও অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি অবলম্বন করার কথা জানিয়েছেন দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: তাইফুর রহমান মির্জা।

৫ই আগস্ট প্রেক্ষাপট পরিবর্তনে পুলিশ প্রশাসনের কিছুটা স্থবিরতা দেখা গেলেও বর্তমানে এর যথেষ্ট উন্নতি হয়েছে। পুলিশ প্রশাসনের দক্ষ, চৌকস ও বিনয়ী স্বভাবের এই কর্মকর্তা বলেন, ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরামর্শ ও নির্দেশক্রমে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে তিনি ও তার সহকর্মীরা নিরলস পরিশ্রম করে যাচ্ছেন।

তিনি জানান, ইতোমধ্যে হত্যা মামলাসহ বিভিন্ন গুরুতর অপরাধের সাথে সম্পৃক্ত আসামিদের গ্রেফতার করা হয়েছে। দক্ষিণখান থানার সহকর্মীদের মনোবল চাঙ্গা রাখতে ও উৎসাহিত করতে প্রতিটি অপারেশনে তিনি ব্যক্তিগতভাবে সরাসরি অংশগ্রহণ করেন।

তার ভাষায়, সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক, কিশোর গ্যাং ও ইভটিজিং নির্মূলে স্থানীয় জনসাধারণকে সম্পৃক্ত করে কাজ চলছে। মাদক একটি বড় সামাজিক সমস্যায় পরিণত হয়েছে। এ সমস্যা নিরসনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরসহ পুলিশ প্রশাসন সর্বদা কর্মতৎপর ও সতর্ক রয়েছে। এরই ধারাবাহিকতায় দক্ষিণখান থানার কর্মকর্তারা স্থানীয় পর্যায়ে জনসচেতনতা বৃদ্ধি করছেন এবং নিয়মিত মাদক মামলা রুজু করছেন।

তিনি আরো বলেন, দক্ষিণখান থানায় কমিউনিটি পুলিশিং কার্যক্রম অব্যাহত রয়েছে। স্থানীয় জনসাধারণকে সম্পৃক্ত করে মতবিনিময়, উঠান বৈঠকসহ সব ধরনের কর্মকাণ্ডই চলমান রয়েছে। এতে নাগরিক সমাজ সচেতন ও উপকৃত হচ্ছেন।

তবে থানার রাস্তাঘাটের উন্নয়ন কাজ চলমান থাকায় দ্রুত যোগাযোগ ব্যবস্থায় প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও কোথাও কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের খবর পেলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ব্যবস্থা নিচ্ছে।

শেষে তিনি জানান, অপরাধ নির্মূলে দক্ষিণখান থানার সহকর্মীদের নিয়ে জিরো টলারেন্স নীতি অবলম্বন করে কাজ চালিয়ে যাবেন, ইনশাআল্লাহ।