
আবু হুরাইরা (রা.) থেকে বর্ণিত আছে, যখন কোনো লোক বিয়ে করত, তখন তার জন্য রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই দোয়া পাঠ করতেন :
"بَارَكَ اللَّهُ لَكَ وَبَارَكَ عَلَيْكَ وَجَمَعَ بَيْنَكُمَا فِي خَيْرٍ"
উচ্চারণ : (বা-রাকাল্লা-হু লাকা ওয়া বা-রাকা ‘আলাইকা ওয়া জামা‘আ বাইনাকুমা ফী খাইরিন্)।
অর্থ: ‘আল্লাহ আপনার জন্য বরকত দান করুন, আপনার ওপর বরকত নাজিল করুন এবং কল্যাণের সাথে আপনাদের উভয়কে একত্রিত করুন।’
-(আবু দাউদ, হাদিস নম্বর ২১৩০; তিরমিজি, হাদিস নম্বর ১০৯১; ইবনে মাজাহ, হাদিস নম্বর ১৯০৫)
সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর