
আমাদের অনেকেই ঘুমের মধ্যে ভয় পেয়ে থাকি। কেউ কেউ একাকিত্বে ভুগি। মহানবী (সা.) এসব মুহূর্ত থেকে পরিত্রাণের জন্য একটি দোয়া শিখিয়েছেন।
أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّاتِ مِنْ غَضَبِهِ وَعِقَابِهِ، وَشَرِّ عِبَادِهِ، وَمِنْ هَمَزَاتِ الشَّياطِينِ وَأَنْ يَحْضُرُونِ
উচ্চারণ : আউজু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন গাদাবিহি ওয়া শাররি ইবাদিহি ওয়া মিন হামাজাতিশ শায়াতিনি ওয়া আন ইয়াহদুরুন।
অর্থ : ‘আমি আশ্রয় চাই আল্লাহর পরিপূর্ণ বাক্যগুলোর, যার মাধ্যমে তাঁর ক্রোধ থেকে ও তাঁর বান্দাদের ক্ষতি থেকে এবং শয়তানদের কুমন্ত্রণা ও তাদের উপস্থিতি থেকে।’
আবদুল্লাহ ইবনে ওমর (রা.) বর্ণনা করেছেন, রাসুল (সা.) সাহাবাদের ভয় থেকে মুক্তির জন্য উল্লিখিত দোয়াটি শিখিয়েছেন। (তিরমিজি, হাদিস : ৩৫২৮; আবু দাউদ, হাদিস : ৩৮৯৩)
সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর