• ৮ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৪শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

ডাকসু নির্বাচনে এক প্রার্থীকে শুভকামনা জানালেন পাকিস্তানি ক্রিকেটার

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত সেপ্টেম্বর ৮, ২০২৫, ০৯:০০ পূর্বাহ্ণ
ডাকসু নির্বাচনে এক প্রার্থীকে শুভকামনা জানালেন পাকিস্তানি ক্রিকেটার
সংবাদটি শেয়ার করুন....

পাঁচ বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ছাত্র সংসদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। গতকাল ৭ সেপ্টেম্বর ছিল প্রচারণার শেষ দিন। এখন বাকি শুধু ভোট উৎসব। আনুষ্ঠানিক প্রচারণার শেষ দিনে চমক নিয়ে আসেন ক্রীড়া সম্পাদক পদপ্রার্থী মুহাইমেনুল ইসলাম তকি। সুদূর পাকিস্তান থেকে ভিডিও বার্তায় তাকে শুভকামনা জানান দেশটির সাবেক অধিনায়ক মিসবাহ-উল-হক।

রোববার (৭ সেপ্টেম্বর) এক ভিডিও বার্তায় মিসবাহ-উল হক বলেন, ‘আসসালামু আলাইকুম তকি ভাই, আশা করি আপনি ভালো আছেন। আমার পক্ষ থেকে আপনার জন্য শুভকামনা রইল। আপনি একজন ভালো ক্রিকেটার ও ভালো মানুষ। আশা করি ৯ সেপ্টেম্বর আপনি দারুণ করবেন। সবাই আপনার সঙ্গে আছে। আমার তরফ থেকে অনেক দোয়া রইল। ইনশাআল্লাহ সফল হবেন।’

এবারের ডাকসু নির্বাচনে সমন্বিত শিক্ষার্থী সংসদ প্যানেল থেকে ক্রীড়া সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তকি। তিনি ঢাকা লিগে খেলা এবং জাতীয় স্পিন ক্যাম্পে অংশগ্রহণ করা একজন ক্রিকেটার। ক্রীড়া সম্পাদক পদে তাকির সঙ্গে আরও ১২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচনকে ঘিরে বেশ আলোচনায় আছেন তকি। শনিবার (৬ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে তিনি জাতীয় দলের দুই ক্রিকেটার তাওহীদ হৃদয় ও তানজিম হাসান সাকিবের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন।

ডাকসু নির্বাচনের শুরুতেই ক্রীড়া সম্পাদক পদপ্রার্থী জহিন হোসেন জামিকে শুভেচ্ছা জানান তাওহীদ হৃদয় ও তানজিম হাসান সাকিব। এ প্রসঙ্গে অভিযোগ করে তকি বলেন, ‘জাতীয় দলের দুই ক্রিকেটার সরাসরি একটি নির্দিষ্ট প্রার্থীর পক্ষে অবস্থান নিয়েছেন। একজন খেলোয়াড় হিসেবে তাদের নিরপেক্ষ থাকা উচিত ছিল। ব্যক্তিগত পছন্দ থাকতে পারে, কিন্তু নির্বাচনী প্রক্রিয়ায় এমন প্রকাশ্য সমর্থন দেয়া উচিত নয়।’

এবারের ডাকসু নির্বাচনে মোট ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে নারী ৬২ ও পুরুষ ৪০৯ জন। ভোটার সংখ্যা ৩৯,৭৭৫। জাতীয়তাবাদী ছাত্রদল, ইসলামী ছাত্রশিবির, বামজোট, ইসলামী ছাত্র আন্দোলন, গণতান্ত্রিক ছাত্রসংসদ, ছাত্র অধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন নিজেদের প্যানেল দিয়েছে। এছাড়াও কয়েক শতাধিক স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী ৯ সেপ্টেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।