• ১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

দুর্গাপূজায় সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের ছুটির দাবিতে তথ্য উপদেষ্টাকে স্মারকলিপি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ২৮, ২০২৫, ১৬:৫২ অপরাহ্ণ
দুর্গাপূজায় সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের ছুটির দাবিতে তথ্য উপদেষ্টাকে স্মারকলিপি
সংবাদটি শেয়ার করুন....

দুর্গাপূজা উপলক্ষ্যে সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের জন্য কমপক্ষে ২ দিনের ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারির দাবিতে স্মারকলিপি দিয়েছে জার্নালিস্ট কমিউনিটি অব বাংলাদেশ। রবিবার (২৮ সেপ্টেম্বর) সংগঠনের পক্ষ থেকে সদস্যসচিব মো. মিয়া হোসেন স্বাক্ষরিত একটি স্মারকলিপি তথ্য উপদেষ্টা মো. মাহফুজ আলমকে প্রদান করা হয়।

স্মারকলিপিতে বলা হয়, স্বাধীনতার পর থেকেই সাংবাদিকরা নানা ধরনের বৈষম্যের শিকার হয়ে আসছে, যা সংবিধানের লঙ্ঘন। সাংবাদিকরা দুই ঈদে ছুটি পেলেও দুর্গাপূজা, বড়দিন ও বৌদ্ধপূর্ণিমায় ছুটি পান না। এমনকি অন্যান্য গুরুত্বপূর্ণ সরকারি ছুটির দিনেও সাংবাদিকরা বঞ্চিত হন। ছুটির দিনে কাজ করানোর পরও বিশেষ মজুরি দেওয়া হয় না। জাতির বিবেকখ্যাত সাংবাদিকদের মৌলিক অধিকার হিসেবে ছুটির ক্ষেত্রে বৈষম্য দূর করা জরুরি।

হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান উৎসব দুর্গাপূজা উপলক্ষ্যে আগামী ১ ও ২ অক্টোবর সরকার ঘোষিত ছুটি পালিত হবে। ছুটির সাথে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি মিলিয়ে মোট চারদিন ছুটি হলেও গণমাধ্যমের সাংবাদিকরা একদিনেরও ছুটি পাচ্ছেন না। সাংবাদিকদের ছুটির বিষয়ে সরকারি কোনো সিদ্ধান্ত না থাকায় মালিকপক্ষ তাদের ইচ্ছেমতো ছুটি প্রদান করে থাকে। অনেক ক্ষেত্রে ছুটির দিনে বিশেষ ব্যবস্থার নামে কাজ করানো হলেও যথাযথ পারিশ্রমিক দেওয়া হয় না।

স্মারকলিপিতে আরো বলা হয়, সব গণমাধ্যমে সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের ছুটি ভোগের ক্ষেত্রে বৈষম্য দূর করতে দুর্গাপূজা উপলক্ষ্যে ১ ও ২ অক্টোবর সরকারি ছুটির দিনগুলোতে গণমাধ্যমেও ২ দিনের ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারির অনুরোধ করা হচ্ছে। সেই সাথে, ছুটির দিনে কোনো গণমাধ্যমে বিশেষ ব্যবস্থায় কাজ করানো হলে দ্বিগুণ মজুরি নগদে দেওয়ার নির্দেশ প্রদানের আহ্বান জানানো হয়।

তথ্য উপদেষ্টাকে উদ্দেশ্য করে স্মারকলিপিতে আরও বলা হয়, গত ৫ আগস্টে ছাত্র-জনতার বিপ্লবে আপনার মেধা ও যোগ্যতা দিয়ে যে সফলতা জাতিকে উপহার দিয়েছেন, তারই ধারাবাহিকতায় গণমাধ্যমের বৈষম্য দূর করে সাংবাদিকদের মৌলিক অধিকার নিশ্চিত করবেন বলে সাংবাদিক সমাজ আশা করে। তারা বিশ্বাস করে, আপনার নেতৃত্বে দেশের সব গণমাধ্যম জাতির বিবেক হিসেবে সমান ভূমিকা পালনে সক্ষম হবে।