
প্রধান নির্বাচন কমিশনার এএএম নাসির উদ্দিন বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে রমজানের আগে নির্বাচন নিশ্চিত করতে জোর প্রস্তুতি চলছে। কোনো কেন্দ্র দখল করলে পুরো কেন্দ্রের ভোট বাতিল করা হবে।
শনিবার (২৩ আগস্ট) সকাল ১০টায় রাজশাহী অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
নাসির উদ্দিন বলেন, নির্বাচন হবে কি হবে না, এ নিয়ে কোনো রাজনৈতিক দলের বক্তব্যের ভেতর তারা যেতে চায় না। প্রধান উপদেষ্টার পরামর্শ অনুযায়ী এগিয়ে যাওয়ার প্রস্তুতি জোরদার করা হয়েছে।
তিনি বলেন, জেলা প্রশাসক বা পুলিশ সুপার যারা পূর্বে এ ধরনের কাজে ছিলেন, তাদের পদায়নের কোনো চিন্তা নেই। যারা ভোটকেন্দ্র দখলের স্বপ্ন দেখছেন, তাদের স্বপ্ন ভঙ্গ হবে। ভোটকেন্দ্র দখলের ইতিহাস ভুলে যেতে হবে।
সিইসি উল্লেখ করেন, বর্তমান নির্বাচন কমিশন কোনো পক্ষপাতিত্ব করছে না। তারা আইন অনুযায়ী নিরপেক্ষভাবে কাজ করতে চায়। যেহেতু আগের সিইসি নির্বাচন কমিশন থেকে অনেক কিছু চেয়েছে, তাই এখন সেরকম কোনো সমস্যা নেই। এই সরকার এ পর্যন্ত এমন কোনো কাজ চায়নি।
তিনি আরও বলেন, সরকার চাইলে নাসির উদ্দিন এই চেয়ারে থাকবে না। সরকার যখন চাইবে তার মতো কাজ করতে, আমাকে ওই চেয়ারে দেখা যাবে না। এ বিষয়টি তিনি নিশ্চিত করেছেন।
আনুপাতিক পদ্ধতি (পিআর পদ্ধতি) নিয়ে নাসির উদ্দিন বলেন, সংবিধানে এ ধরনের নির্বাচন ব্যবস্থা নেই। এর বাইরে যেতে পারা সম্ভব নয়। এটি নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে তর্ক-বিতর্ক হচ্ছে, তবে তিনি এতে অংশ নিতে চান না।
তিনি আরও বলেন, বিচার চলাকালীন আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না। দেখা যাক বিচারে কী সিদ্ধান্ত হয়।
সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর