
এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি পুরোদমে চলছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ। তিনি বলেন, নির্বাচনী কেনাকাটার ৭০ শতাংশ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য দেন তিনি।
ইসি সচিব বলেন, নির্বাচনের জন্য মোট ১০ ধরনের উপকরণ সংগ্রহ করতে হচ্ছে। এর মধ্যে দুটি সরবরাহ করবে ইউএনডিপি, যা ১৫ অক্টোবরের মধ্যে হাতে আসবে। আর বাকি আটটি উপকরণ স্থানীয়ভাবে কেনা হচ্ছে। এ মাসের মধ্যেই কেনা শেষ হবে। ইতোমধ্যে ৭০ শতাংশ সংগ্রহ শেষ হয়েছে। তিনি আরও জানান, উপকরণ নিয়ে কোনো সংকট নেই এবং নির্ধারিত সময়ের মধ্যেই সব সম্পন্ন হবে।
জানা গেছে, ২৩ হাজার কেজি লাল গালার মধ্যে এসেছে ৯ হাজার ২০ কেজি, স্বচ্ছ ব্যালট বাক্সের ৫০ লাখ লকের মধ্যে এসেছে ৬ লাখ, ৮ লাখ ৪০ হাজার অফিসিয়াল সিলের মধ্যে এসেছে ৬ লাখ, ১৭ লাখ ৫০ হাজার মার্কিং সিলের মধ্যে সংগ্রহ করা হয়েছে ৩ লাখ ৯৬ হাজার, আর ১ লাখ ১৫ হাজার ব্রাস সিলের মধ্যে কেনা হয়েছে ৯ হাজার ৯২০টি। এ ছাড়া ৭০ হাজার বড় হেসিয়ান ব্যাগ ও ১ লাখ ১৫ হাজার ছোট হেসিয়ান ব্যাগ পুরোপুরি সংগ্রহ করা হয়েছে।
এদিকে ৯ লাখ ৪০ হাজার স্ট্যাম্প প্যাড ও সমপরিমাণ অমোচনীয় কালির কলম অক্টোবরের মধ্যে ইউএনডিপি সরবরাহ করবে। এছাড়া ১ লাখ ১৫ হাজার গানি ব্যাগের পুনঃদরপত্র প্রক্রিয়া চলছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর