• ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

ফেব্রুয়ারিতেই নির্বাচন, পেছানোর সুযোগ নেই

আইন উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশিত আগস্ট ১৯, ২০২৫, ১৩:৪০ অপরাহ্ণ
ফেব্রুয়ারিতেই নির্বাচন, পেছানোর সুযোগ নেই
সংবাদটি শেয়ার করুন....

 আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে, জাতীয় নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেন, ‘জাতীয় নির্বাচনে নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ঘোষিত সময় থেকে পিছিয়ে আসার সুযোগ নেই।’

মঙ্গলবার (১৯ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান আইন উপদেষ্টা।

নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করার জন্য অন্তর্বর্তী সরকার দৃঢ়প্রতিজ্ঞ জানিয়ে তিনি বলেন, ‘আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এরপর অন্তর্বর্তী সরকার বিদায় নেবে।’

আইন উপদেষ্টা বলেন, ‘নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব সরকারের, দলের নয়। নির্বাচন অনুষ্ঠানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। আমাদের যত ধাপ আছে সব কিছুই আমরা মাথার মধ্যে রেখেছি। ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে, আমরা ফেব্রুয়ারিতেই দায়িত্ব শেষ করব।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা আসিফ নজরুল বলেন, ‘রাজনৈতিক দল বিভিন্ন উদ্দেশ্যে বিভিন্ন কথা বলে। এটি একটি রাজনৈতিক প্রক্রিয়া। তারা রাজনৈতিক সুরে নানা বক্তব্য রাখছেন। নির্বাচনের সময় কে কি বলবেন, তা রাজনৈতিক প্রক্রিয়ার অংশ হিসেবে দেখা উচিত।’