
রাজধানী তুরাগের উত্তরার ডিয়াবাড়ীতে অনুষ্ঠিত হলো মুন্সিবাড়ী ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর ফাইনাল ম্যাচ। গতকাল শুক্রবার বিকেলে উত্তরা ১৫ নং সেক্টর খেলার মাঠে অনুষ্ঠিত এ খেলায় তারারটেক ক্লাবকে ৯-০ গোলে হারিয়ে মুন্সিবাড়ী ফুটবল ক্লাব চ্যাম্পিয়ন হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
প্রতি বছরের মতো এবারও মুন্সিবাড়ী ফুটবল ক্লাবের উদ্যোগে আয়োজিত হয় ঘরোয়া ফুটবলের এ আসর, যা ছিল পঞ্চম আয়োজন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন তুরাগের ডিয়াবাড়ী নিমতলীরটেক জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী ও ক্রীড়া সংগঠক মো: সাইদুল ইসলাম।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন ডিয়াবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: সাইফুল ইসলাম। খেলার উদ্বোধন করেন ব্যবসায়ী ও ক্রীড়ানুরাগী মো: বাবুল হোসেন এবং মো: মোক্তার হোসেন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ঢাকা উত্তর বারিধারা ক্লাবের কৃতি ফুটবলার ও ডিয়াবাড়ীর সন্তান মো: মোহসীন নুকু। সঞ্চালক ছিলেন শিক্ষা ও ক্রীড়ানুরাগী মো: আব্দুল মোতালেব।
প্রধান অতিথির বক্তৃতায় মো: সাইদুল ইসলাম বলেন,
“আমার প্রয়াত পিতা লুৎফর রহমান (লাল মিয়া মেম্বার) বৃহত্তর সাবেক হরিরামপুর ইউনিয়ন পরিষদ বিএনপির প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক এবং তুরাগ থানা বিএনপির উপদেষ্টা কমিটির সদস্য ছিলেন। আমি তারই সুযোগ্য সন্তান।”
তিনি আরও বলেন, “আজকের শিশুরাই আগামী দিনের আলোকিত ভবিষ্যৎ। আসুন, আমরা সকলে মাদককে না বলি এবং শিশুদের খেলাধুলায় হ্যাঁ বলে তাদের উৎসাহিত করি। এটাই হোক আমাদের অঙ্গীকার।”
ডিয়াবাড়ী মুন্সিবাড়ী ফুটবল ক্লাব ও তারারটেক ক্লাবের মধ্যে অনুষ্ঠিত এ ফাইনাল ম্যাচে মুন্সিবাড়ী ফুটবল দলে যুনাইদ ও আরাবি নামে দুই ক্ষুদে খেলোয়াড় অংশ নেয়।
অবশেষে মুন্সিবাড়ী ফুটবল দল ৯-০ গোলে তারারটেক দলকে হারিয়ে চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করে। পরে প্রধান অতিথি মো: সাইদুল ইসলাম বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। খেলার মাঠে বিপুল সংখ্যক ফুটবলপ্রেমী, খেলোয়াড় ও দর্শকের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর