• ২৩শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচনী হলফনামায় বিদেশি সম্পদের বিবরণীও বাধ্যতামূলক: দুদক চেয়ারম্যান

অনলাইন ডেস্ক
প্রকাশিত নভেম্বর ২৩, ২০২৫, ১২:৫২ অপরাহ্ণ
নির্বাচনী হলফনামায় বিদেশি সম্পদের বিবরণীও বাধ্যতামূলক: দুদক চেয়ারম্যান

রবিবার সকালে সিলেটে দুদকের বিভাগীয় কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সাংবাদিকদের সাথে কথা বলেন দুদক চেয়ারম্যান ড. আবদুল মোমেন। সংগৃহীত ছবি

সংবাদটি শেয়ার করুন....

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. আবদুল মোমেন জানিয়েছেন, আসন্ন নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের নির্বাচনী হলফনামায় দেশি সম্পদের পাশাপাশি বিদেশি সম্পদের হিসাবও বাধ্যতামূলকভাবে দাখিল করতে হবে। রবিবার সকালে সিলেটে দুদকের বিভাগীয় কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। দুদক চেয়ারম্যান বলেন, হলফনামায় দেশি ও বিদেশি সম্পদের হিসাব গোপন করা হলে তা অন্যায় হিসেবে গণ্য হবে। এছাড়া যেসব প্রার্থীর অনাপার্জিত সম্পদ থাকবে, তাদের বিরুদ্ধেও দুদক আইনানুগ ব্যবস্থা নেবে। এ সময় সংস্থাটির সীমাবদ্ধতার কথা তুলে ধরে ড. মোমেন ২০০৮ সালের একটি ঘটনার উল্লেখ করেন। তিনি জানান, সেসময় শেখ হাসিনার হলফনামায় ৫.২১ একর কৃষি সম্পত্তি দেখানো হলেও দুদকের অনুসন্ধানে ২৯ একর সম্পত্তির তথ্য পাওয়া যায়। যদিও দুদক তখন তদন্ত করে বিষয়টি উদঘাটন করেছিল, কিন্তু কিছু সীমাবদ্ধতার কারণে ব্যবস্থা নেওয়া যায়নি।