
গাজার নাসের হাসপাতালে দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৪ জন সাংবাদিকও রয়েছেন।
সোমবার (২৫ আগস্ট) দক্ষিণ গাজা উপত্যকার খান ইউনিসের নাসের মেডিকেল কমপ্লেক্সে এই হামলায় বহু মানুষ আহত হন। আনাদোলু এজেন্সির সংবাদদাতা জানান, ইসরায়েলি বাহিনী হাসপাতালের জরুরি ভবনের ওপরতলায় হামলা চালায়।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দুটি বিমান হামলার একটি হাসপাতাল ভবনের চতুর্থ তলায় আঘাত করে। পরে আহতদের উদ্ধার করতে গেলে দ্বিতীয় হামলা হয়।
সরকারি ফিলিস্তিন টিভি জানিয়েছে, নিহতদের মধ্যে তাদের ক্যামেরাম্যান হুসাম আল-মাসরি রয়েছেন। আল জাজিরা নিশ্চিত করেছে, তাদের আলোকচিত্রী মোহাম্মদ সালামা নিহত হয়েছেন।
একটি মেডিকেল সূত্রকে উদ্ধৃত করে আনাদোলু এজেন্সি জানায়, ফটোসাংবাদিক মরিয়ম আবু দাক্কা ও মোয়াজ আবু তাহা প্রাণ হারিয়েছেন।
রয়টার্স জানিয়েছে, নিহত আল-মাসরি তাদের হয়ে কাজ করছিলেন এবং তিনি হাসপাতাল থেকে লাইভ সম্প্রচার করছিলেন। হামলার পর মুহূর্তেই লাইভ বন্ধ হয়ে যায় এবং তার মৃত্যুর বিষয়টি পরে নিশ্চিত হয়।
গাজার স্বাস্থ্য কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে একজন উদ্ধারকর্মীও রয়েছেন। নিহত সাংবাদিকদের মধ্যে রয়েছেন মরিয়ম আবু দাগ্গা, মোহাম্মদ সালামা এবং মোয়াজ আবু তাহা।
ফিলিস্তিনি সাংবাদিক সংগঠন জানিয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি যুদ্ধ শুরু হওয়ার পর এ পর্যন্ত ২৪০ জনের বেশি ফিলিস্তিনি সাংবাদিক নিহত হয়েছেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর