আবুধাবিতে এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে আগামী ১১ সেপ্টেম্বর বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে হংকং। ম্যাচের আগের দিন আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন না থাকলেও নেটে অনুশীলন শেষে বাংলাদেশি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন হংকংয়ের অভিজ্ঞ লেগ স্পিনার নিজাকাত খান।
২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে একমাত্র জয়ের নায়ক ছিলেন তিনি। সেদিন ১৯ রানে ৩ উইকেট নিয়ে বাংলাদেশকে দুই উইকেটে হারানোর স্মৃতি এখনও তার মনে সতেজ। নিজাকাত বলেন, ‘বাংলাদেশকে বাংলাদেশের মাঠে হারানো ছিল দারুণ কিছু। আমি আর নাদিম আহমেদ মিলে বল করেছিলাম, ওটাই পার্থক্য গড়ে দিয়েছিল। স্মরণীয় একটি ম্যাচ ছিল সেটি।’
এরপর দীর্ঘ এক দশক দুই দলের মুখোমুখি আর হয়নি। তবে নিজাকাতের বিশ্বাস, কুড়ি ওভারের খেলায় আবারও চমক দেখাতে সক্ষম হংকং। তিনি বলেন, ‘অবশ্যই আমাদের সেই বিশ্বাস আছে। টি-টোয়েন্টিতে দুই-তিন ওভার ভালো খেললেই ম্যাচ ঘুরে যায়। আমাদের দলে এমন খেলোয়াড় আছে যারা ম্যাচ জেতাতে পারে। আমরা সম্পূর্ণ প্রস্তুত।’
সাকিব আল হাসানকে এবারের দলে না দেখলেও বাংলাদেশের সাম্প্রতিক ফর্ম ও অন্যদের মান সম্পর্কে ওয়াকিবহাল নিজাকাত। তবে হংকংও সমান আত্মবিশ্বাসী তাদের স্পিন আক্রমণ নিয়েই। তাঁর ভাষায়, ‘আমাদের শক্তি স্পিন বিভাগে। মোরতাজা, এহসান খান আছে। ব্যাটারদের মধ্যে বাবর হায়াত, জিসান আলি, আইজাজ খান— সবাই ম্যাচ জেতানোর সামর্থ্য রাখে।’
২০১৪ সালের মতোই আবারও স্পিন আক্রমণ দিয়েই বাংলাদেশকে চমকে দিতে চায় হংকং।