• ১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

বিলের মধ্যে অস্ত্র তৈরির কারখানা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ১৯, ২০২৫, ১৫:৫২ অপরাহ্ণ
বিলের মধ্যে অস্ত্র তৈরির কারখানা
সংবাদটি শেয়ার করুন....

পাবনার আতাইকুলা থানার লক্ষ্মীপুর ইউনিয়নের চতরা বিলের ভেতরে ময়েজ বাহিনীর গোপন আস্তানায় তৈরি হতো আগ্নেয়াস্ত্র। এসব অস্ত্র ব্যবহার করা হতো চাঁদাবাজি ও ডাকাতিসহ নানা অপরাধ কর্মকাণ্ডে। সম্প্রতি এমনই একটি অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে পুলিশ।

সোমবার (১৮ আগস্ট) সন্ধ্যায় ওই আস্তানায় অভিযান চালিয়ে দুজনকে আটক করেছে পুলিশ।

অভিযানে উদ্ধার করা হয়েছে বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র। পুলিশ জানায়, চতরা বিলের দুর্গম চরাঞ্চলে দীর্ঘদিন ধরেই ময়েজ বাহিনী সক্রিয় ছিল। দিনের বেলায় খুব একটা দেখা না গেলেও রাতে তারা অস্ত্রসহ মহড়া দিত। এ বাহিনী বিভিন্ন সময় নানা অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করত।

এতে আতঙ্কে ছিল স্থানীয় মানুষজন। গোপন সংবাদের ভিত্তিতে আতাইকুলা থানা পুলিশ সোমবার সন্ধ্যায় বিশেষ অভিযান চালায়। এসময় বিলের ভেতরে লুকানো ঘাঁটি থেকে অস্ত্র তৈরির ছাঁচ, কাটিং মেশিন, ড্রিল মেশিন, লোহার পাত, গানপাউডারের মতো উপকরণসহ বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করে।

এ ঘটনায় মনির ও রেজাউল নামের দুজনকে আটক করা হয়েছে।

পুলিশের প্রাথমিক তথ্যে জানা গেছে, স্থানীয় পর্যায়ে ডাকাতি ও চাঁদাবাজির জন্য এসব অস্ত্র তৈরি করা হচ্ছিল। তবে এর পেছনে কোনো বড় নেটওয়ার্ক জড়িত আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় অভিযান চালানো হয়। এসময় কয়েকজন পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয় এবং অস্ত্র তৈরির সরঞ্জাম জব্দ করা হয়। পরে তার দেওয়া তথ্যে আরেকজনকে আটক করা হয়েছে। এসময় কয়েকটি আগ্নেয়াস্ত্রও উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে, পরে আরো বিস্তারিত জানানো হবে।’