
পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার তার ৩৬ ঘণ্টার বাংলাদেশ সফরকে ‘অত্যন্ত ফলপ্রসূ’ হিসেবে উল্লেখ করেছেন।
তিনি বলেন, এই সফর বাংলাদেশ-পাকিস্তান সম্পর্কের মধ্যে নতুন গতি আনবে এবং দুই দেশের মধ্যে বিভিন্ন খাতে পারস্পরিক সহযোগিতা বাড়াবে বলে তার দৃঢ় বিশ্বাস।
রোববার (২৪ আগস্ট) তিন দিনের সফর শেষে ঢাকা ছাড়ার আগে এক্স হ্যান্ডেলে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠকের প্রসঙ্গ টেনে ইসহাক দার বলেন, আলোচনার সময় দ্বিপক্ষীয় সম্পর্কের সব দিক নিয়ে ফলপ্রসূ ও বিস্তৃত মতৈক্যে পৌঁছানো সম্ভব হয়েছে। আলোচনার বিষয়গুলোর মধ্যে ছিল— উচ্চ পর্যায়ের সফর বিনিময়, বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা, সাংস্কৃতিক ও জনগণের সম্পর্ক, শিক্ষা ও দক্ষতা উন্নয়ন। এছাড়া আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যু, বিশেষ করে সার্ক পুনরুজ্জীবন নিয়েও আলোচনা হয়।
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই সফর পাকিস্তান-বাংলাদেশ সম্পর্ককে নতুন গতি দেবে এবং সফর বিনিময়সহ পারস্পরিক সহযোগিতা আরও জোরদার হবে।
রোববার দিবাগত রাতে তিনি বাংলাদেশ ত্যাগ করেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর