
জাকসু ও হল সংসদ নির্বাচনে বেলা ২টা পর্যন্ত ৫০ শতাংশের বেশি ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক মাফরুহী সাত্তার।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বেলা পৌনে ৩টার দিকে তিনি এ তথ্য জানান।
মাফরুহী সাত্তার বলেন, ‘ইতোমধ্যেই ৫০ শতাংশের বেশি ভোটার তাদের ভোট দিয়েছেন। কিছু কেন্দ্রে বিচ্ছিন্ন ঘটনা ঘটায় সাময়িকভাবে ভোট গ্রহণ বন্ধ ছিল। তবে দায়িত্বপ্রাপ্তদের নির্দেশ দেওয়া হয়েছে, নির্দিষ্ট সময়ের পর ভোটার এলে অতিরিক্ত কিছু সময় ভোট নিতে।’
আজ সকাল ৯টা থেকে শুরু হয়েছে জাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। শুরুর দিকে উপস্থিতি কম থাকলেও সময় বাড়ার সঙ্গে সঙ্গে তা বেড়েছে। ভোট গ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত।
জানা গেছে, এ নির্বাচনে মোট ভোটার ১১ হাজার ৭৪৩ জন। এর মধ্যে ছাত্রী ভোটার ৫ হাজার ৭২৮ জন এবং ছাত্র ভোটার ৬ হাজার ১৫ জন। ২৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৭৭ জন প্রার্থী।
সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর