জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে অপ্রত্যাশিত সাফল্য পেয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
শনিবার রাতে ঘোষিত ফলাফলে দেখা যায়, ২৫টি পদের মধ্যে ২০টিতেই জয়ী হয়েছেন সংগঠনটির প্রার্থীরা। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে ২৮টির মধ্যে ২৩টি পদে বিজয়ী হয়েছিল শিবির।
ফলাফল ঘোষণার পর রাতেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে শুকরানা নামাজ আদায় করে শিবিরের নেতাকর্মীরা। এ সময় নেতারা ডাকসু নির্বাচনে এক সাংবাদিকের মৃত্যু এবং জাকসুতে পোলিং এজেন্ট হিসেবে দায়িত্ব পালনের সময় এক শিক্ষিকার মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেন ও তাদের আত্মার মাগফিরাত কামনা করেন।
এর আগে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে শিবির জানায়, যে ক্যাম্পাসে একসময় ছাত্রশিবির পরিচয় দেওয়া ছিল জীবনসংকটের সমান, সেই ক্যাম্পাসেই আজকের এই বিজয় আল্লাহর বিশেষ অনুগ্রহ। তারা আরও উল্লেখ করে, সারাদেশে কোথাও কোনো আনন্দ মিছিল করা হবে না, শুধু মহান রবের কাছে সিজদার মাধ্যমে শুকরিয়া আদায় করা হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কারও প্রতি তাদের কোনো অনুযোগ বা বিদ্বেষ নেই। নিজেদের ও ভ্রাতৃপ্রতিম সকল সংগঠনের ভুলের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া হয়। অহংকার ও গর্বকে তুচ্ছ করে উদারতা ও বিনয়কে আচরণের মূল ভিত্তি করার আহ্বান জানানো হয়।
শিবির নেতারা আশা প্রকাশ করে বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তার ঐতিহাসিক গৌরব ও নানান ঐতিহ্যের ধারক হয়ে সম্প্রীতির প্রতীক হয়ে উঠুক। আর প্রিয় মাতৃভূমি বাংলাদেশ হয়ে উঠুক সবার বাংলাদেশ।