• ১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

যশোর-বেনাপোল মহাসড়কে রেইনট্রি গাছের শুকনা ডাল প্রকাশ্য নিলাম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ২০, ২০২৫, ১০:০০ পূর্বাহ্ণ
যশোর-বেনাপোল মহাসড়কে রেইনট্রি গাছের শুকনা ডাল প্রকাশ্য নিলাম
সংবাদটি শেয়ার করুন....

যশোর-বেনাপোল মহাসড়কের মৃত ও ঝুঁকিপূর্ণ রেইনট্রি গাছের শুকনা-ডাল প্রকাশ্যে নিলামে বিক্রি করা হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট ২০২৫) ঝিকরগাছা মহিলা কলেজ মোড় এলাকায় এ নিলাম অনুষ্ঠিত হয়।

নিলাম কমিটির আহ্বায়ক সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক নাভিদ সারওয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক ভুপালি সরকার। এ সময় মোট ছয়জন ক্রেতা নিলামে অংশগ্রহণ করেন।

স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক পরিবেশে নিলাম কার্যক্রম শেষ হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নিলাম থেকে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।