• ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

চলে গেলেন ‘পৃথিবীর সবচেয়ে দয়ালু বিচারক’ ফ্রাঙ্ক ক্যাপ্রিও

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত আগস্ট ২১, ২০২৫, ১১:১৮ পূর্বাহ্ণ
চলে গেলেন ‘পৃথিবীর সবচেয়ে দয়ালু বিচারক’ ফ্রাঙ্ক ক্যাপ্রিও
সংবাদটি শেয়ার করুন....

‘কট ইন প্রভিডেন্স’ নামে জনপ্রিয় টেলিভিশন শোতে তার মানবিক আচরণের কারণে বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছিলেন বিচারক ফ্রাঙ্ক ক্যাপ্রিও। যুক্তরাষ্ট্রের বহুল আলোচিত এই বিচারক প্যানক্রিয়াটিক ক্যান্সারের সঙ্গে লড়াই করে ৮৮ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

‘পৃথিবীর সবচেয়ে দয়ালু বিচারক’ হিসেবে খ্যাত ফ্রাঙ্ক ক্যাপ্রিওর মৃত্যুতে যুক্তরাষ্ট্রে শোকের ছায়া নেমে এসেছে। গত বুধবার (২০ আগস্ট) তার অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে জানানো হয়, দীর্ঘ ও সাহসী লড়াইয়ের পর তিনি শান্তিপূর্ণভাবে মৃত্যুবরণ করেছেন। দয়া, নম্রতা এবং মানুষের কল্যাণে তার অবিচল বিশ্বাসই তাকে সবার প্রিয় করে তুলেছিল।

তার পরিবার এক বিবৃতিতে জানিয়েছে, তিনি শুধু সম্মানিত বিচারকই নন, ছিলেন একজন আদর্শ স্বামী, পিতা, দাদা, প্রপিতামহ এবং সবার প্রিয় বন্ধু। তার ছেলে ডেভিড ক্যাপ্রিও জানান, ২০২৩ সালে তার পিতার ক্যান্সার ধরা পড়ে। মৃত্যুর সময় পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনেরা পাশে ছিলেন।

আদালতে তার মানবিক দৃষ্টিভঙ্গিই তাকে আলাদা করে তুলেছিল। ট্রাফিক ও পার্কিং ভায়োলেশনের মামলায় আসা সাধারণ মানুষদের গল্প মনোযোগ দিয়ে শুনতেন তিনি। এ বিচার কার্যক্রম নিয়েই নির্মিত হয় জনপ্রিয় টেলিভিশন শো ‘কট ইন প্রভিডেন্স’। ২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত এই শোতে অংশ নেন ফ্রাঙ্ক ক্যাপ্রিও, যা তাকে বিশ্বব্যাপী জনপ্রিয়তা এনে দেয়। অনুষ্ঠানটি এমি অ্যাওয়ার্ডের মনোনয়নও পায়।

তার শো-এর ভিডিও ক্লিপ সামাজিক মাধ্যমে নিয়মিত ভাইরাল হতো। তিনি ১৯৮৫ থেকে ২০২৩ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডের প্রভিডেন্স শহরের মিউনিসিপ্যাল আদালতের বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন। মৃত্যুর কিছু মাস আগে তিনি নিজের বিচারকার্যের অভিজ্ঞতা নিয়ে বই প্রকাশ করেন— ‘কমপ্যাশন ইন দ্য কোর্ট: লাইফ চেঞ্জিং স্টোরি ফ্রম আমেরিকান নাইসেস্ট জাজ’।

বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ তাকে মনে রাখবে একজন সহানুভূতিশীল, মানবিক এবং হৃদয়বান বিচারক হিসেবে। আইন ও মানবতার মধ্যে এক অনন্য সেতুবন্ধন তৈরি করেছিলেন তিনি। ২০২৩ সালের ৬ ডিসেম্বর তার ক্যান্সার ধরা পড়ে, যা তিনি নিজেই সামাজিক মাধ্যমে ভক্তদের জানিয়ে দোয়া চেয়েছিলেন। তিনি বলেছিলেন, ‘আমার জন্য দোয়া করুন… আপনাদের সাহায্য আমাকে শক্তি জোগাবে।’