রাজধানীর উত্তরা পশ্চিম থানা পুলিশ বৈষম্যবিরোধী আন্দোলনে সানজিদ হোসেন মৃধা হত্যা মামলার এজাহারনামীয় আসামি উত্তরা পশ্চিম থানা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও সাবেক এমপি হাবিব হাসানের নাতি মো. ফয়সাল আহম্মেদ পারভেজ (৩১) কে গ্রেফতার করেছে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর ২০২৫) রাত ৩টা ৩০ মিনিটে উত্তরা পশ্চিম থানাধীন ১৪ নম্বর সেক্টরের ২১ নম্বর রোডের বস্তি এলাকা থেকে তাকে আটক করা হয়।
উত্তরা পশ্চিম থানা সূত্রে জানা গেছে, মো. ফয়সাল আহম্মেদ পারভেজ বৈষম্যবিরোধী আন্দোলনে সানজিদ হোসেন মৃধা হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। ওই আন্দোলনের সময় তিনি অস্ত্রসজ্জিত হয়ে ছাত্র-জনতার ওপর অতর্কিত হামলা ও গুলিবর্ষণ চালান। এতে ছোড়া গুলিতে সানজিদ হোসেন মৃধা গুরুতর আহত হন। পরে তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার পর সানজিদের বাবা মো. কবির হোসেন মৃধা বাদী হয়ে ১৯ সেপ্টেম্বর ২০২৪ তারিখে উত্তরা পশ্চিম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
থানা সূত্রে আরও জানা গেছে, তদন্তাধীন মামলায় বৃহস্পতিবার রাতে উত্তরা পশ্চিম থানাধীন ১৪ নম্বর সেক্টরের এলাকায় অভিযান চালিয়ে মো. ফয়সাল আহম্মেদ পারভেজকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর