• ২৪শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

হাসিনার সাবেক সামরিক সচিব মেজর জেনারেল কবীরকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশিত সেপ্টেম্বর ২৪, ২০২৫, ১০:২৩ পূর্বাহ্ণ
হাসিনার সাবেক সামরিক সচিব মেজর জেনারেল কবীরকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ
সংবাদটি শেয়ার করুন....

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ের সামরিক সচিব মেজর জেনারেল কবীর আহাম্মদকে (এসজিপি, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি, বাংলাদেশ সেনাবাহিনী) পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

রবিবার (২১ সেপ্টেম্বর) জনপ্রশাসন বিভাগের প্রেষণ-১ শাখার যুগ্ম সচিব আবুল হায়াত মো. রফিক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগ দেওয়া হয়। একই প্রজ্ঞাপনে মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেনকেও (এসইউপি, এনডিসি, পিএসসি এবং চেয়ারম্যান, বাংলাদেশ চা বোর্ড) রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মেজর জেনারেল কবীর আহাম্মদকে রাষ্ট্রদূত পদে প্রেষণে বদলি করা হয়েছে, তবে এখনো তাকে কোনো দেশে পোস্টিং দেওয়া হয়নি। পোস্টিং না পাওয়া পর্যন্ত তিনি ওএসডি থাকবেন। অতীতে এরকম অবস্থায় থেকে অনেক কর্মকর্তার অবসরে যাওয়ার নজির রয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, ২০২২ সালের ১৯ জুলাই মেজর জেনারেল কবীর আহাম্মদকে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ে সামরিক সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়। সেদিন গণভবনে তার কাঁধে র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন এসএসএফের মহাপরিচালক মেজর জেনারেল মো. মজিবুর রহমান ও জিপিআরের ডেপুটি কমান্ড্যান্ট কর্নেল মোবারক হোসেন।

এ সময় শেখ হাসিনা উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন আরও মেজর জেনারেল কবীর আহাম্মদের স্ত্রী ফাতেমা কবির, ছেলে ইসমাম আহমেদ ও মেয়ে আরিবা।