
রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির (জাপা) কার্যালয়ের সামনে শনিবার (৩০ আগস্ট) সকাল থেকে পুলিশ অবস্থান নিয়েছে। তবে সেখানে জাতীয় পার্টি কিংবা অন্য কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীকে দেখা যায়নি।
শনিবার সকালে কাকরাইলের অফিসের সামনে এমন পরিস্থিতি লক্ষ্য করা যায়।
দায়িত্বরত রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) শান্ত জানিয়েছেন, সকাল আটটা থেকেই তারা দায়িত্ব পালন করছেন। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত তারা সেখানে অবস্থান করবেন। পুলিশের সদস্যরা রমনা থানার পাশাপাশি রাজারবাগ পুলিশ লাইন থেকেও এসেছেন।
উল্লেখ্য, শুক্রবার (২৯ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে কাকরাইলের জাতীয় পার্টির কার্যালয়ের সামনে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। পরে রক্তাক্ত অবস্থায় তাকে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
ভোর/রিপন/আইটি
সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর