• ১৪ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

সেপ্টেম্বর থেকে খাল-ডোবা-নর্দমা পরিষ্কার অব্যাহত: এস এম জাহাঙ্গীর হোসেন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ১৩, ২০২৫, ১৭:১৯ অপরাহ্ণ
সেপ্টেম্বর থেকে খাল-ডোবা-নর্দমা পরিষ্কার অব্যাহত: এস এম জাহাঙ্গীর হোসেন
সংবাদটি শেয়ার করুন....

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে উত্তরায় ২ সেপ্টেম্বর থেকে খাল-ডোবা-নর্দমা পরিষ্কার অব্যাহত রেখেছেন বলে জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন।

শনিবার উত্তরার বিমানবন্দর থানা এলাকাধীন কাওলা খাল পরিষ্কারের সময় তিনি এ কথা বলেন।

এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, “আমরা রাজনীতি করি জনগণের জন্য, ভোগান্তি দেওয়ার জন্য নয়। আমাদের প্রিয় নেতা তারেক রহমান দলের প্রতিষ্ঠাবার্ষিকীর প্রোগ্রাম বাতিল করে জনগণের ভোগান্তি না হয় সেই সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেছেন প্রতিটি মহল্লা ও এলাকায় জলাবদ্ধ স্থানগুলো পরিষ্কার রাখতে হবে, যাতে ডেঙ্গু, চিকুনগুনিয়া ও অন্যান্য মহামারি থেকে মানুষকে রক্ষা করা যায়। এজন্য এক মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়েছে।”

তিনি আরও জানান, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২ সেপ্টেম্বর উত্তরায় এসে কর্মসূচির উদ্বোধন করেন। এরপর থেকে বিরামহীনভাবে থানা ও ওয়ার্ড পর্যায়ে নেতাকর্মীরা এ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

জাহাঙ্গীর হোসেন বলেন, “আমাদের মূল লক্ষ্য হলো জনগণকে সেবা দেওয়া। করোনাকালীন প্রতিটি বিপদ-দুর্যোগে আমরা মানুষের পাশে থেকেছি। বিশ্বাস করি, আগামীতে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় গেলে তারেক রহমান মানবিক রাষ্ট্র গঠনে জনগণকে ঐক্যবদ্ধ করবেন। সারা দেশের মানুষ আজ তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ।”

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা জুলহাস পারভেজ মোল্লা, শাহাবুদ্দিন সাগর, মনির হোসেন ভূঁইয়া, জালাল আহমেদ, জুলহাস ভুঁইয়া, হাফেজ মাওলানা আমির হামজা, মুস্তাফিজুর রহমান বাদল, এহসানুল হক চৌধুরী, এস এম রুনু মোল্লা, আলম মেম্বার, কাজী ইকবাল, আব্দুল করিম, হাজী আমির হোসেন, শহিদুল আলম বাবুল, শফিকুল ইসলাম, রাজু আহমেদ, সোহানুর রহমান সোহাগ, এস এম রহিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিমানবন্দর থানা বিএনপি অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।