স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান প্রকৌশলী (রুটিন দায়িত্ব)পদে দায়িত্ব পেয়েছেন সংস্থারই অতিরিক্ত প্রধান প্রকৌশলী (গ্রেড-৩) মোঃ আনোয়ার হোসেন। তিনি এই পদের যোগদানের পূর্বে প্রোগ্রাম ফর সাপোর্টিং রুরাল ব্রীজ প্রকল্পে প্রেষণে প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্বে ছিলেন। গত ৩১ আগস্ট ২০২৫ ইং রবিবার পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ৪৬.০০.০০০০.০০০.০৬৭.১২.০০৭.২৫.৬৫৭ নং স্মারকে স্হানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব জেসমীন প্রধানের স্বাক্ষরিত এক পত্রে এই আদেশ জারি হয়।
সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর