ওল্ড ট্র্যাফোর্ডে লাল কার্ডের নাটক, মাইলফলক ছোঁয়া গোল আর শেষ মুহূর্তের রোমাঞ্চ—সব মিলিয়ে জমজমাট এক ম্যাচ উপহার দিল ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসি। শুরুতেই ১০ জনের দলে পরিণত হওয়া চেলসি রক্ষণ সামলাতে ব্যস্ত হয়ে পড়ে। সেই সুযোগে প্রথমার্ধেই দুই গোল করে এগিয়ে যায় ইউনাইটেড। বিরতির আগে লাল কার্ড দেখে খেলোয়াড় হারায় স্বাগতিকরাও। দ্বিতীয়ার্ধে ব্যবধান কমিয়ে লড়াই জমালেও শেষ পর্যন্ত চেলসিকে হারায় ম্যানইউ।
শনিবার (২০ সেপ্টেম্বর) রাতে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে ঘরের মাঠে ২-১ গোলে জয় তুলে নেয় ম্যানচেস্টার ইউনাইটেড। দলের হয়ে গোল করেন ব্রুনো ফের্নান্দেস ও কাসেমিরো। চেলসির হয়ে একমাত্র গোলটি করেন ট্রেভো শ্যালাবা।
মৌসুমের বাজে শুরুর পর প্রবল চাপের মুখে ছিলেন ইউনাইটেড কোচ হুবেন অ্যামুরি। শোনা যাচ্ছিল, চেলসির বিপক্ষে হারলে চাকরি হারাতে পারেন তিনি। আগের ম্যাচে ম্যানচেস্টার সিটির কাছে ৩-০ গোলে হারের পর এই জয় তাই তার জন্য বড় স্বস্তি।
ম্যাচের পঞ্চম মিনিটেই ধাক্কা খায় চেলসি। গোলরক্ষক রবের্ত সানচেস বক্সের বাইরে ফাউল করলে সরাসরি লাল কার্ড দেখেন। বাধ্য হয়ে আক্রমণভাগ থেকে দুই খেলোয়াড় তুলে নিয়ে রক্ষণ সাজান কোচ এন্টসো মারেস্কা।
একজন বেশি নিয়ে আক্রমণ চালায় ইউনাইটেড। ১৪তম মিনিটে প্রথম গোল আসে। ব্রায়ান এমবুমোর ক্রসে প্যাট্রিক ডগুর হেড পাস থেকে দুর্দান্ত ভলিতে জালে বল পাঠান ব্রুনো ফের্নান্দেস। এটি ছিল তার ইউনাইটেড ক্যারিয়ারের ২০০তম ম্যাচে ১০০তম গোল।
৩৭তম মিনিটে ব্যবধান বাড়ায় ইউনাইটেড। প্রতিপক্ষের ভুলে তৈরি সুযোগ কাজে লাগিয়ে হ্যারি ম্যাগুইয়ারের হেড পাস থেকে কাছ থেকে হেডে গোল করেন কাসেমিরো। তবে যোগ করা সময়ে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় ব্রাজিলিয়ান মিডফিল্ডারকে।
দ্বিতীয়ার্ধে ১০ বনাম ১০ জনে খেলা গড়ায়। ৬৩তম মিনিটে ওয়েসলি ফোফানার হেডে সমর্থকদের উল্লাসে ভাসালেও অফসাইডের কারণে গোল বাতিল হয়। তবে ৮০তম মিনিটে রিস জেমসের ক্রসে হেডে ব্যবধান কমান শ্যালাবা।
শেষ দিকে ফের্নান্দেসের একটি জোরালো শট দুর্দান্ত সেভ করেন চেলসির বদলি গোলরক্ষক ইয়োর্গেনসেন। তবে আর সমতায় ফিরতে পারেনি অতিথিরা। যোগ করা সময় শেষে রেফারির বাঁশিতে ওল্ড ট্র্যাফোর্ড ভাসে জয়োৎসবে।
পাঁচ ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে নবম স্থানে উঠে আসে ম্যানচেস্টার ইউনাইটেড। সমান ম্যাচে প্রথম হার দেখে ৮ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে চেলসি।