
উদ্বোধনের তৃতীয় দিনেই তিস্তা নদীর ওপর নির্মিত মওলানা ভাসানী সেতুর সংযোগ সড়কে মোটরসাইকেলের ধাক্কায় খদেজা বেগম (৮০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।
শুক্রবার (২২ আগস্ট) সন্ধ্যায় কুড়িগ্রামের চিলমারী উপজেলার দুই থানার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত খদেজা বেগম ওই এলাকার বাসিন্দা।
স্থানীয়রা জানান, সন্ধ্যার সময় দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে অনেকেই সেতু ঘুরতে যাচ্ছিলেন। এসময় রাস্তা পার হওয়ার সময় খদেজা বেগমকে একটি মোটরসাইকেল ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সেতুটি উদ্বোধনের পর এটিই প্রথম প্রাণঘাতী দুর্ঘটনা। স্থানীয়দের অভিযোগ, সেতুটি চালুর পর থেকেই সকাল থেকে রাত পর্যন্ত বেপরোয়া গতিতে মোটরসাইকেল চলাচল করছে।
চিলমারী থানার ওসি আশরাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
নিহতের নাতি ও চিলমারী উপজেলার ছাত্র শিবিরের সাবেক সেক্রেটারি মোস্তাফিজ রহমান বলেন, মোটরসাইকেলের ধাক্কায় আমার নানি মারা গেছেন। শুক্রবার রাত ১০টার দিকে জানাজা শেষে নিজ বাড়িতে দাফন করা হয়।
এর আগে বুধবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সেতুটি উদ্বোধন করেন। তবে সেতুটি চালুর একদিন পরই প্রায় ৩০০ মিটার বৈদ্যুতিক ক্যাবল চুরি হয়ে যায়। এতে সন্ধ্যার পর থেকেই সেতুর ওই অংশ অন্ধকারে ঢেকে যায়। এর মধ্যেই শুক্রবার সেতুর সংযোগ সড়কে ঘটে গেল এই দুর্ঘটনা।