
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তাঁর দল জাতীয় নির্বাচন নিয়ে কোনো শঙ্কা দেখছে না। তবে কিছু ব্যক্তি বা রাজনৈতিক দল অযথা শঙ্কা সৃষ্টির চেষ্টা করছে। দেশের মানুষ তাদের উদ্দেশ্যকে সমর্থন করবে না। যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে।
রোববার (৭ সেপ্টেম্বর) রাতে ঠাকুরগাঁওয়ে বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগের আমলে আমাদের ঠাকুরগাঁওয়ে ৭৫টিরও বেশি মামলা হয়েছে। এসব মামলায় প্রায় সাড়ে ৭ হাজার আসামি করা হয়েছে। আমাদের নেতা-কর্মীদের দীর্ঘদিন কোর্টে হাজিরা দিতে হয়েছে, জেল খাটতে হয়েছে। শীতের দিনে ধানখেতে আশ্রয় নিতে হয়েছে। এভাবে অগণতান্ত্রিক, অরাজনৈতিক ও কঠিন পরিবেশের মধ্য দিয়ে ঠাকুরগাঁও বিএনপি টিকে থেকেছে।’
দ্বিবার্ষিক সম্মেলন সফল হবে বলে আশাবাদ ব্যক্ত করে তিনি আরও বলেন, ‘আমাদের দলের প্রাণকেন্দ্র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। এটি জেলার নেতা-কর্মীদের জন্য আনন্দ, উদ্দীপনা ও সম্ভাবনার একটি বড় বিষয়।’
প্রসঙ্গত, দীর্ঘ আট বছর পর আগামীকাল সোমবার ঠাকুরগাঁও জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে দলীয় নেতা-কর্মীদের মধ্যে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। শহরের প্রাণকেন্দ্রের জিলা স্কুল বড় মাঠে প্রস্তুতি প্রায় শেষ। মাঠজুড়ে ব্যানার, পোস্টার ও ফেস্টুন দিয়ে সাজানো হয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর