• ১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

আমরা সবাই একে-অপরের পাশে থেকে দুর্গোৎসব পালন করবো -মজিবর রহমান সরোয়ার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ২৯, ২০২৫, ১১:২১ পূর্বাহ্ণ
আমরা সবাই একে-অপরের পাশে থেকে দুর্গোৎসব পালন করবো -মজিবর রহমান সরোয়ার
সংবাদটি শেয়ার করুন....

হিন্দু-মুসলিম কোন ভেদাভেদ না করে আমরা সবাই একে-অপরের পাশে থেকে দুর্গোৎসব পালন করবো। এ দেশে পূজায় পাহারা বসানোর প্রয়োজন নেই, সকলে মিলেমিশে থাকবো। একটি দল পূজা এলে বিশেষ ফায়দা লোটার চেষ্টা করে, তবে আমরা সজাগ থাকবো। গতকাল সকাল ১১টার দিকে বরিশাল নগরীর মথুরানাথ স্কুল মাঠে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সাবেক মেয়র ও হুইপ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আলহাজ্ব এ্যাড. মোঃ মজিবর রহমান সরোয়ার তার নিজস্ব অর্থায়নে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শাড়ি বিতরণের সময় এ কথা বলেন।

তিনি আরও বলেন, বাংলাদেশের ধর্মীয়-সামাজিক মূল্যবোধের সৌন্দর্য হলো বিভিন্ন ধর্মাবলম্বী মানুষের পারস্পরিক বন্ধুত্ব, সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ব। হিন্দু সম্প্রদায়কে নিশ্চিন্তে উৎসব উদযাপনের পাশাপাশি সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান মজিবর রহমান সরোয়ার।

তিনি আরও বলেন, রাষ্ট্র ও সংবিধান দল-মত-ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষের নিরাপত্তা নিশ্চিত করেছে। তাই প্রতিটি নাগরিকের নিরাপত্তা বিধান রাষ্ট্রের দায়িত্ব।

অনুষ্ঠানে হিন্দু সম্প্রদায়ের পাশাপাশি বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে আলহাজ্ব এ্যাড. মোঃ মজিবর রহমান সরোয়ার শেবাচিম হাসপাতালে হামলায় আহত সাংবাদিক শাকিল হাওলাদার পাপ্পুকে দেখতে যান। এ সময় অসংখ্য নেতা-কর্মী ও সাংবাদিক নেতৃবৃন্দ তার সঙ্গে ছিলেন।

মজিবর রহমান সরোয়ার আসরের নামাজ শেষে নগরীর আলেকান্দা নুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে সাবেক কাউন্সিলর মীর মোঃ জসিম উদ্দিনের জানাজায় অংশগ্রহণ করেন।